শ্রমিক স্পেশালে জন্ম হল নবজাতকের। ফুটফুটে সন্তান নিয়ে বাড়ি ফিরলেন পরিযায়ী মা। পয়লা মে থেকে দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের জন্য শ্রমিক স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে কেন্দ্রীয় সরকার। তেমনই এক শ্রমিক স্পেশাল ট্রেনে বাড়ি ফেরার সুযোগ পেয়েছিলেন প্রতাপগড়ের বাসিন্দা এক মহিলা শ্রমিক। অন্তঃসত্ত্বা অবস্থাতেই ঝুঁকি নিয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে তিনি ট্রেনে চড়ে বসেন।
পূজা দেবী, যিনি সুরত থেকে প্রতাপগড়ের উদ্দেশ্যে শ্রমিক স্পেশাল ট্রেনে করে ফিরছিলেন তাঁর স্বামী এবং পরিবারের সঙ্গে। ট্রেনের নম্বর ছিল ০৯৬৩৭। ফেরার সময় ট্রেনের মধ্যে হঠাৎ তাঁর প্রসব বেদনা ওঠে। ট্রেনের কামরায় তাঁর সহকারী এক যাত্রী বিষয়টি রেলওয়ের অফিসিয়াল সাইটে টুইট করে জানিয়ে সাহায্য চান।
এরপরে তড়িঘড়ি ট্রেনটি রতলাম রেলস্টেশনে দাঁড় করানো হয়। রেলওয়ে ডাক্তার অঙ্কিতা মেহতা স্টেশনে উপস্থিত হয়ে তাঁকে চিকিৎসা করেন। পূজা দেবী ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দেন। এরপরে রেলওয়ের তরফ থেকে টুইট করে বিষয়টি জানানো হয়।
০৪.০৬.২০২০
PB