৬৯০ মামলা, ২১৯৩ জনের যোগ, উত্তরপূর্ব দিল্লির হিংসা নিয়ে তথ্য দিল্লি পুলিশের।

নয়াদিল্লি: কয়েকদিন আগেই বিধ্বস্ত হয়েছিল উত্তরপূর্ব দিল্লি। দুই গোষ্ঠীর সংঘর্ষে আগুন জ্বলেছিল বিস্তীর্ণ এলাকায়। বাড়ি থেকে গাড়ি, অশান্তির আঁচে পুড়েছিল সব। রক্তাক্ত হয়েছিল সব। এবার সেই ঘটনাতেই, এখনও পর্যন্ত প্রায় ৬৯০ টি মামলা দায়ের এবং ২১৯৩ জনকে আটক, জিজ্ঞাসাবাদ এবং গ্রেফতার করল দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। এছাড়াও দিল্লি পুলিশের তরফে প্রায় ৪৮ টি মামলা দায়ের এবং ৫০ জনকে অস্ত্র আইনে গ্রেফতার করা হয়েছে। এমনই স্বস্তির খবর জানা গিয়েছে, সর্বভারতীয় এক ইংরেজি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সূত্রে।

আসলে, মার্চের ৭ তারিখ পর্যন্ত কমপক্ষে ৫৩ জনের মৃত্যু, ২০০ জন আহতদের খবরের পর, এই পরিসংখ্যান স্বাভাবিভাবেই প্রকাশ করছে ওই সময়ের হিংসার ভয়াবহতা!

প্রসঙ্গত, গোয়েন্দা অফিসার খুন এবং অশান্তি ছড়ানোর অভিযোগে, আম আদমি পার্টির নেতা তাহির হোসেনের গ্রেফতারের পর, মার্চের ৭ তারিখ দিল্লি পুলিশের বিশেষ তদন্তকারী দল গ্রেফতার করে তিন সন্দেহভাজনকে। উত্তরপূর্ব দিল্লির চাঁদ বাগের যে বাড়ি থেকে প্রথম অশান্তির অনুমান করা হয়েছে, সেই তাহির হোসেনের বাড়ির বিষয়ে তিনি পুলিশকে জানান, বাড়িটি দাঙ্গার জন্য ব্যবহার করা হলেও তিনি বারবার থামানোর চেষ্টা করেন, পরে না পেরে পরিবারের সঙ্গে বাড়িটি ত্যাগ করেন।

এদিকে উত্তর প্রদেশের সামলি থেকে বন্দুক উঁচিয়ে অভিযুক্ত ২৩ বছরের ভাইরাল যুবক শাহরুখ’কে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। তাঁকেও জিজ্ঞাসাবাদ করে পাওয়া অনেক তথ্য সাহায্য করেছে তদন্তকারী দলকে।

তবে, এখনও পুরোপুরি যেন স্বাভাবিক হয়ে উঠতে পারেনি উত্তরপূর্ব দিল্লি। চলছে পুরানো মেজাজে ফিরে আসার লড়াই। একে একে খুলছে দোকান। ক্রমশ ঠিক হচ্ছে বাড়ি, মন্দির-মসজিদে বাড়ছে মানুষের আনাগোনা। তবুও যেন সেই আতঙ্ক গ্রাস করে রেখেছে স্থানীয়দের। আবারও অশান্তির মুখ দেখতে হবে না তো? প্রশাসনের আশ্বাসের পরও এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে স্থানীয়দের কারওর কারওর মাথায়।

পুরনো ছবি সৌজন্যে টুইটার

০৭.০৩.২০২০

49 views