১৬১০ কোটির করোনা ত্রাণ ঘোষণা ইয়েদুরাপ্পা সরকারের। বিশেষ কিছু জীবিকার মানুষের জন্যে এই ত্রাণ।

করোনা পরিস্থিতিতে ভয়ঙ্করভাবে আর্থিক সংকটে থাকা মানুষদের জন্যে ১৬১০ কোটি টাকার রিলিফ ফান্ড গড়ল কর্ণাটক সরকার। বুধবার কর্ণাটকের মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা এই ঘোষণা করেন। তিনি জানান কৃষক, ফুল চাষী, ধোপা, অটো রিক্সার চালক, ট্যাক্সি চালক, সেলুনের কর্মী সহ একগুচ্ছ ছোটো বড় এবং মাঝারি ব্যবসায়ীদের জন্যে এই ত্রান।

তিনি বলেন লকডাউনের জেরে বিভিন্ন জীবিকার সঙ্গে যুক্ত মানুষ প্রায় দেড় মাস ধরে অসহায় দিন কাটাচ্ছে। ফুল চাষী এবং ব্যবসায়ীরা ফুলের চাহিদা একেবারেই কমে যাওয়ায় সেগুলি নষ্ট করে দিতে বাধ্য হচ্ছেন। তিনি বলেন ফুল চাষীদের প্রতি হেক্টর পিছু ২৫০০০ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।

শুধু তাই নয় ফল এবং সবজি ব্যবসায়ী যাঁরা লকডাউনের জন্য বিক্রি করতে পারেননি তাঁদেরও দেওয়া হবে বিশেষ ক্ষতিপূরণ।থাকছে সেলুন এবং লন্ড্রি কর্মীদের জন্যে ৫০০০ টাকার এককালীন ক্ষতিপূরণ। তিনি বলেন এরফলে উপকৃত হবেন অন্তত ৬০০০০ লন্ড্রি এবং ২৩০০০০ সেলুন কর্মী।

এছাড়াও মোট ৭.৫ লক্ষ অটো রিক্সা এবং ট্যাক্সি ড্রাইভারদের জন্যেও থাকছে ক্ষতিপূরণ।ক্ষুদ্র এবং মাঝারি শিল্পক্ষেত্রের ২ মাসের বিদ্যুৎ মাশুল মকুব করা হয়েছে।কর্ণাটক রাজ্য সরকার ইতিমধ্যেই বয়ন শিল্পের সঙ্গে যুক্ত কর্মীদের ১০৯ কোটি টাকার ঋণ পরিশোধের ব্যাপারে ছাড়পত্র দিয়েছেন। তিনি জানান ‘নেকারারা সম্মাননা যোজনা’ র মাধ্যমে উপকৃত হবেন হস্তচালিত তাঁতিরা। প্রত্যেকের ব্যাংক একাউন্টে দেওয়া হবে এককালীন ২০০০ টাকা। সব মিলিয়ে ৫৪০০০ তাঁতী উপকৃত হবেন।এছাড়াও নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদের জন্যেও থাকছে বিশেষ ত্রান।

রিপোর্ট: স্বাতী সেনাপতি