১৪ ফেব্রুয়ারি এলেই এই ‘বাতিক’ ওঠে দেশজুড়ে। আর পুলওয়ামার সেই ভয়ানক ঘটনার বর্ষপূর্তিতে যার প্রকোপ বেড়েছে কয়েক গুণ। ‘আমরা কি ভুলে গেছি তাঁকে?’ অথবা ‘কেন মনে নেই’, বলে হাজারো প্রশ্ন, হাজারো লেখা। সবটার কেন্দ্রেই তিনি, অর্থাৎ বিপ্লবী ভগৎ সিং। তাঁর নাকি ফাঁসি কার্যকর হওয়ার দিন এই ১৪ ফেব্রুয়ারি!
নাহ্! সোশ্যাল নেটওয়ার্কিং সাইট এই খবরে ভরে গেলেও, আদতে এই খবরটি সর্বৈব মিথ্যা! কারণ, ভগৎ সিং, সুখদেব, রাজগুরুর ফাঁসি ১৪ না, ১৯৩১ এর ৩১ মার্চ হয়, ইতিহাস বলছে এমনই কথা। প্রসঙ্গত, এই বিষয়ে সত্যতা যাচাইয়ের প্রক্রিয়া শুরু হয় বহুদিন আগে থেকেই। ১৪ ফেব্রুয়ারি নিয়ে গুজবে জল ঢেলে, ২০১১ সালের ১৬ ফেব্রুয়ারি ‘দা হিন্দু’ নামে একটি সর্বভারতীয় দৈনিকে, “ভগৎ সিং পেজ ভ্যান্ডালাইসড অন উইকিপিডিয়া”- শিরোনামে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয় সত্য। সেখানে একজন উইকিপিডিয়া আধিকারিকক ‘ফিলিপ তিনু চেরিয়ান’কে উদ্ধৃত করে বলা হয়, ‘ভগৎ সিং এঁর এই বিষয়টি কমপক্ষে ৩০ বার পরিবর্তন করা হয়েছে। যা অনলাইন ভ্যান্ডালিজম। আমি অবাক হচ্ছি। এটা ভ্যালেন্টাইন দিবসের দিক থেকে মনোযোগ ঘোরানোর কৌশল হতে পারে।’ ২০১১-এর এই প্রতিবেদন, সাড়া ফেলে দেশজুড়ে। তবে, ১৪ ফেব্রুয়ারি এলেই, ভগৎ সিংকে জড়িয়ে মিথ্যা প্রচারের প্রকোপ কিন্তু কমেনি এখনও, এমনই জানাচ্ছেন নেটিজেনদের একাংশ। ঐতিহাসিকদের দেওয়া আরও তথ্য অনুযায়ী, ভগৎ সিং, রাজগুরু, সুখদেব – এই তিনজন বীর বিপ্লবীকে ব্রিটিশ আদালত ১৯৩০-র ৭ অক্টোবর ফাঁসির আদেশ দেয়। যা কার্যকর হয়, ১৯৩১-র ২৩ শে মার্চ। এমনকি, ভগৎ সিং একটি চিঠি লেখেন, তৎকালীন পাঞ্জাবের গভর্নরকে। যেখানে স্পষ্টতই তিনি উল্লেখ করেন ব্রিটিশ আদালতের এই রায়ের কথা।
যদিও, নিশ্চিত প্রমাণ, ইতিহাসে থাকলেও অনেকেই খুব একটা আমল দেননি তাতে। উপরন্তু বেড়ে গিয়েছে ভুল তথ্য আদান-প্রদান। যার ফলে, ভ্যালেন্টাইনস দিবসেও ফাঁসির দিনের সন্দেহ নিয়ে, প্রকাশ্যে আসতে হচ্ছে বীর এই বিপ্লবীদের! ১৪.০২.২০২০ by Ramen Das