হারিয়ে গেলেন ‘পান সিং তোমার’

প্রয়াত বিশিষ্ট বলিউড অভিনেতা ইরফান খান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। গুরুতরভাবে অসুস্থ হয়ে মঙ্গলবার মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি হন তিনি।

সূত্র মারফত খবর, হঠাৎ করেই শরীর খারাপ হয় তাঁর এবং তারপরেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি।কিছুদিন আগেই তাঁর মা গত হয়েছেন। কিন্তু লকডাউনের কারণে মাকে শেষ স্পর্শ টুকু করতে পারেননি তিনি। ভিডিও কনফারেন্স এর মাধ্যমে চোখের জলে বিদায় দেন ইরফান তাঁর মা কে। প্রসঙ্গত, ইরফান অনেকদিন ধরেই বিরল একপ্রকার ক্যান্সার জনিত কারণে চিকিৎসাধীন ছিলেন। কিছুদিন আগে লন্ডন থেকে অপারেশন করিয়ে মুম্বই ফেরেন তিনি। বলিউড থেকে কিছুদিনের বিরতিতেও ছিলেন, অভিনেতা । ইরফান খানের শেষ ছবি “আংরেজি মিডিয়াম” সেরম ভাবে ছাপ ফেলতে পারেনি বক্সঅফিসে । অনেকের মতে লকডাউনই তার অন্যতম কারণ।

২৯/০৪/২০২০

নিজেস্ব প্রতিনিধি