‘স্যানিটাইজেসন শাওয়ার’ বসল স্টেশনে, অভিনব উদ্যোগ নিল রেল।

বৃহত্তম রেল স্টেশন খড়গপুর। বহু যাত্রী থেকে, রেলকর্মী, নিত্য আনাগোনা বহুলোকের। কিন্তু লক্ ডাউনের বাজারে সেই যাত্রী আনাগোনা এখন আর নেই। তবে, রেলকর্মী দের আনাগোনা কী সম্পূর্ণ বন্ধ করা যায়! তাঁরা আসছেন। বিভিন্ন কাজ করছেন, প্রতিমুহূর্তে। এখানেই চিন্তিত ছিলেন রেল আধিকারিকরা। যাঁরা আসছেন, তাঁদের জন্যেও তো আরও নিরাপদ ব্যবস্থা করা প্রয়োজন?

এবার সেই রেলকর্মী দের নিরাপত্তায় খড়গপুর রেল স্টেশনে বসল ‘স্যানিটাইজেসন শাওয়ার’, অর্থাৎ জীবাণুনাশক স্নানের যন্ত্র! হ্যাঁ, এমনই উদ্যোগ নেওয়া হল, এই রেল স্টেশনে।

মূলত, যাত্রী পরিবহনের কোনও প্রয়োজন এইমুহুর্তে না থাকলেও, পণ্য পরিবহনের জন্য, কর্মী, চালক থেকে শুরু করে যাঁদের প্রয়োজন, সকলকেই নিয়মিত আসতে হচ্ছে। তাঁদের জন্যই প্রধানত কাজ করছে এই অভিনব শাওয়ার। স্বয়ংক্রিয় এই যন্ত্র বসেছে, স্টেশনের ‘ক্রু লবি’তে। যা কাজ শুরুও করেছে দারুনভাবে।

নিজস্ব প্রতিনিধি

খড়গপুর, পশ্চিম মেদিনীপুর।

০৮.০৪.২০২০

B.P