সৌদিআরবে এখনও মধ্যযুগীয় আইন অনুযায়ী চুরির শাস্তিতে হাত কেটে নেওয়া, খুন বা সন্ত্রাসবাদে মাথা কেটে নেওয়া ইত্যাদি আইন প্রচলিত থাকলেও শাস্তি স্বরূপ চাবুক মারার প্রথাটি এবার বন্ধ হতে চলেছে।
এব্যাপারে সৌদি আরবের শীর্ষ আদালত থেকে এই তথ্য জানা গেছে। সেখানকার সুপ্রিম কোর্টের জেনারেল কমিশন এই ব্যাপারে জানিয়েছে রাজা সলমন এবং যুবরাজ মহম্মদ বিন সলমন একটি মানবাধিকার সংক্রান্ত সংস্কার এনেছেন। তারই ফলশ্রুতি হিসেবে বন্ধ হতে চলেছে এই প্রথা।
প্রসঙ্গত সৌদি আরব দেশটি বিশ্বের অন্যতম ধনী দেশ হলেও বিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আজও সেখানে ইসলামিক আইনে শাস্তিদানের বিধান রয়েছে। শুধু আরবেই নয় ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এজিপ্ট ইত্যাদি দেশে এখনও ইসলামিক আইন মেনে শাস্তিদানের প্রচলন আছে।
তবে আরব এবার চাবুক মারার বদলে শাস্তি হিসেবে জেল বা জরিমানার মত আইন আনতে চলেছে। এ প্রসঙ্গে সৌদির মানবাধিকার কমিশনের প্রেসিডেন্ট আওয়াদ আলাওয়াদ মন্তব্য করেছেন মানবাধিকার রক্ষা ক্ষেত্রে চাবুক মারা বন্ধ করা একটি যুগান্তকারী পদক্ষেপ।
03.05.2020
Swati Senapati