সিনেমায় সুখবর! ২০’তেই বাজিমাত করতে পারে একাধিক বাংলা সিনেমা। দেখে নিন পুরো তালিকা।

সিনেমায় সুখবর! ২০’তেই বাজিমাত করতে পারে একাধিক বাংলা সিনেমা। দেখে নিন পুরো তালিকা।

২০২০ সালটা বাঙালিদের জন্য এবং বাংলার চলচ্চিত্র জগতের জন্য হয়ে উঠতে চলেছে এক স্মরণীয় বছর । বলাই বাহুল্য, এই বছরের প্রথম সারির কিছু ছবির নাম শুনলে আপনারও তাক লেগে যেতে পারে। এই ধরুন, জানুয়ারি মাসের আগামী ৩ তারিখ মুক্তি পাচ্ছে, ‘রসগোল্লা’র পর পাভেল পরিচালিত ‘অসুর’, অভিনয় করেছেন জিৎ, আবির, নূসরাত সহ অন্যান্য তারকারা । সংগীতে বিক্রম ঘোষ থেকে শুরু করে শোভন গাঙ্গুলী , কেই বা নেই এই ছবিতে। আবার ওদিকে, কৌশিক গাঙ্গুলীর ‘লক্ষ্মী ছেলে’র শুটিং শেষ হলো বলে ।

মার্চ মাসের ৬ তারিখে বেরোচ্ছে অন্যতম জনপ্রিয় জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জির প্রযোজনায় ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ । মূল স্রোতের সিনেমা ছাড়াও এবছরের অন্যতম আকর্ষণ হতে পারে, সৃজিত মুখার্জির ওয়েব সিরিজ ‘ফেলুদা ফেরত’ । এবার আসুন এক ঝলকে দেখে নেওয়া যাক, এবছরের প্রথম সারির বাংলার সিনেমার সম্ভাব্য কিছু নাম। কী কী আসছে নতুন বছরে? দেখেই নিন।

•পাভেলের ‘অসুর’

•বৌদ্ধায়ন মুখার্জির ‘মরিচঝাঁপি’

•শুভ্রজিত মৈত্রের ‘অভিযাত্রিক’

•অনিকেত চট্টোপাধ্যায়ের ‘হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী’

•প্রতীম ডি. গুপ্তে’র ‘লাভ আজ কাল পরশু’

•রাজ চক্রবর্তীর ‘ধর্মযুদ্ধ’ •অনীক দত্তর ‘বরুনবাবুর বন্ধু’

•আদিত্য বিক্রম সেনগুপ্তের ‘অ্যাকোরিয়াম’

•সুমন ঘোষের ‘আধার’

•চন্দ্রিল ভট্টাচার্য্যের ‘দাসদা’

•ইন্দ্রাশিস আচার্যে’র ‘পার্সেল’ এবং ‘মায়াভয়’

•ইন্দ্রদীপ দাশগুপ্তের ‘বিসমিল্লা’ এবং ‘আগুন্তক’

•অরিত্র মুখার্জির ‘ব্রহ্মা জানেন গোপন কর্মটি’

•অর্জুন দত্তের ‘অব্যক্ত’

•অতনু ঘোষের ‘বিনিসুতোয়’

•সুদেষ্ণা ঘোষ ও অভিজিৎ গুহ’র ‘শ্রাবণের ধারা’

•শিবপ্রসাদ-নন্দিতার ‘জুনিয়র পণ্ডিত’ এবং ‘জুনিয়র কমরেড’

•সায়ন্তনন ঘোষালের ‘টেনিদা’ এবং ‘দুর্গা রহস্য’

•কৌশিক গাঙ্গুলি’র ‘লক্ষ্মী ছেলে’ এবং ‘মোটামুটি লাভ স্টোরি’

•সৌকর্ষ ঘোষালের ‘রক্তরহস্য’ এবং ‘ভূত পরী’

আপাতত এইটুকুই। আরও আসতে পারে, নতুন অনেককিছু।কিন্তু এইটুকুতেই দিলখুশ সিনেমাপ্রেমীদের। এখন দেখার ২০২০-তে কেমন খেলে বাংলার সিনেদুনিয়া।

Written by Hritavash Saha

Edited by Ramen Das

Khoborwala Tv