করোনা ত্রস্ত গোটা দেশ। দেশজুড়ে চলছে লকডাউন। এই পরিস্থিতিতে সাধারণ মানুষ পড়ছেন নানান সমস্যায়। এমনই পরিস্থিতিতে দিল্লিতে এক প্রসূতির প্রসব বেদনা ওঠে শুক্রবার৷ এই অবস্থায় বিপদের সম্মুখীন হয় ওই মহিলার পরিবার। হাসপাতালে যেতে প্রতিবন্ধকতার সম্মুখীন হন তাঁরা। কিন্তু একেবারে ঈশ্বরের দূতের মতো, এক পুলিশকর্মী সহায় হন তাঁদের। অবশেষে এক পুলিশ কন্সটেবলের সাহায্যে, ওই প্রসূতিকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তারপর, প্রসূতি ওই মহিলা সন্তানের জন্ম দেন। কিন্তু আশ্চর্যের বিষয় হল, ওই সদ্যোজাত সন্তানের নাম দেওয়া হয়েছে, ওই পুলিশকর্মীর নামে। হ্যাঁ, এমনটাই ঘটেছে করোনা বিধ্বস্ত দিল্লিতে।
প্রসঙ্গত, সমস্ত প্রতিবন্ধকতা পেরিয়ে, ওই নবজাতকের জন্মের পরই দিল্লির ওই মহিলা তাঁর সন্তানের নাম দেন ওই পুলিশ কনস্টেবল দয়াবীর সিংহের নামে। ওই মহিলা সংবাদ সংস্থা এএনআইকে জানান, কৃতজ্ঞতার স্মারক হিসাবে,কনস্টেবল দয়াবীর সিংহের নামে নিজের সন্তানের নাম রাখবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
লকডাউন চলাকালীন বেশ কিছুদিন আগে, উত্তরপ্রদেশের এক মহিলা তাঁর নবজাতকের নাম একজন পুলিশ অফিসারের নামে রেখেছিলেন, যিনি তাঁর স্বামীকে তাঁর বাচ্চা প্রসবের সময় নয়ডা থেকে বরেলি পৌঁছাতে সহায়তা করেছিলেন।
এত পুলিশের মানবিকতার নজিরে, এই দৃষ্টান্তও গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন, সিংহভাগ জনতা।
২৫.০৪.২০২০
নয়াদিল্লি