সঙ্কটকালে অর্থনীতিতে শ্রীবৃদ্ধি হতে পারে দুই দেশের, জানাল আইএমএফ

ভারতের ক্রমশ নিম্নগামী অর্থনীতির উপর কোভিড-১৯ য়ের জেরে লকডাউন কার্যত বজ্রাঘাত রূপেই নেমে এসেছে। একটি পরিসংখ্যান বলছে এই অতিমারির প্রভাবের জেরে চাকরি হারাতে পারেন কয়েক লক্ষ মানুষ। অভিজিত বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মতো অর্থনীতিবিদরা টাকা ছাপানোর এবং গরিবের হাতে টাকা তুলে দেওয়ার প্রস্তাব দিচ্ছেন অর্থনীতির হাল ফেরানোর জন্য। তবে এই মুহুর্তে বিশ্ব অর্থনীতিও দোলাচলে। তবে এর মাঝে আইএমএফ -এর তরফে মিলল ভারতের জন্য স্বস্তির খবর। সারা বিশ্বে করোনা ভাইরাস প্রতিনিয়ত এক ভয়াবহ সন্ত্রাস সৃষ্টি করে চলেছে যার ফলে ভরাডুবি বিশ্ব অর্থনীতি| গোটা বিশ্ব এই মুহূর্তে যে সংবেদনশীল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তার ফলে বিশ্ব অর্থনীতির উৎপাদন সংকুচিত হয়ে মাইনাস ৩ শতাংশে দাঁড়াবে, এমনটাই অনুমান করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ| এমতবস্থায়, বিশ্ব অর্থনীতি ২০০৮-০৯ সালে হওয়া আর্থিক সংকটের থেকেও তীব্র ক্ষতিকর হতে চলেছে| কিন্তু এর মধ্যেই মিলল সুখবর, এই তীব্র সমস্যার মধ্যেও বিশ্বে শুধুমাত্র দুটি দেশের অর্থনীতি বৃদ্ধি পাবার সম্ভবনা রয়েছে যথা ভারত ও চীন | করোনা সংক্রমণের পূর্বে অনুমান করা হয় যে ভারতের আর্থিক উৎপাদন ৩.৫ শতকরা হারে বৃদ্ধি পাবে যা করোনার হওয়ার পরবর্তী সময়ে কমে ১.৯ শতকরা হারে বৃদ্ধি পাবে | অবশ্য তথ্য অনুযায়ী, আগামী ২০২১ এ ভারতের আর্থিক উৎপাদন ৭.৪০ শতকরা হারে আবার পুনর্গঠিত হবে| ওয়ার্ল্ড ইকোনমি আউটলুকের প্রকাশিত জানুয়ারি মাসের রিপোর্ট অনুযায়ী, ২০২০ সালে ভারতের অর্থনীতি উৎপাদন ৩.৯ শতাংশ কম হবে এবং ২০২১ এ তা ০.৯ শতাংশ বৃদ্ধি পাবে | এই মুহূর্তে সারা বিশ্বে সৃষ্ট বিরল বিপর্যস্তকালীন অবস্থা, যা ইতিমধ্যেই কেড়ে নিয়েছে লাখ লাখ মানুষের প্রাণ| তথ্য অনুযায়ী মনে করা হচ্ছে, এই মহামারি এই বছরের দ্বিতীয়ার্ধে বিবর্ণ হয়ে যাবে| আইএমএফ চিফ গীতা গোপীনাথ তাঁর এক বিবৃতিতে বলেন, এই অতিমারীকে দমন করার জন্য যে যে নীতি নেওয়া হয়েছে তা ধীরে ধীরে এই আর্থিক মন্দাকে আর্থিক সুস্থিতিতে নিয়ে যাবে এবং ২০২০ সালে বিশ্ব অর্থনীতি ৫.৮ শতাংশ বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে| প্রসঙ্গত, এই ক্ষতিকর ভাইরাসের ফলে ২০২০ এবং ২০২১ এ গোটা বিশ্বে জিডিপির ক্ষতির পরিমান ৯ ট্রিলিয়ন ডলার| তিনি আরও বলেন যে, যদি এই বছরের দ্বিতীয়ার্ধে এই অতিমারী যদি রোধ না হয় তাহলে গ্লোবাল জিডিপি অতিরিক্ত আরও ৩ শতাংশ হ্রাস পাবে এবং যদি এই অবস্থা ২০২১ পর্যন্ত চলতে থাকে তাহলে গ্লোবাল জিডিপি অতিরিক্ত ৮ শতাংশ হ্রাস পাবে| করোনা ভাইরাসের প্রভাবে দুনিয়ার প্রভাবশালী দেশগুলির অর্থনীতির ক্ষতির পরিমাণ বেড়ে গেছে | এশিয়া শুধু একমাত্র মহাদেশ যার অর্থনীতি ২০২১ সালে ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে মনে করছে অর্থনীতি বিশেষজ্ঞরা| এর পাশাপাশি চীনের অর্থনীতি ২০২০ সালে ১.২ শতাংশ এবং ২০২১ সালে ৯.২ শতাংশ বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে| সুপার পাওয়ার দেশের অর্থনীতি ২০২০ সালে মাইনাস ৬.১ শতাংশ হারে সংকোচন হতে চলেছে , অবশ্য যা ২০২১ সালে ৪.৫ শতাংশ হবে| ১৬/০৪/২০২০ রিপোর্ট রুমকি সরকার চিত্র সূত্র – গুগল