শিলার জওয়ানি গানে, কন্যার সঙ্গে কোমর দোলালেন ওয়ার্নার, আবার ছেলেকে নিয়ে নেচে কুল হলেন শিখর ধাওয়ান

অস্ট্রেলিয়া হোক কানাডা। ভারত কিম্বা আমেরিকা। করোনা ত্রাসে গৃহবন্দি, গোটা বিশ্বের তাবড় তাবড় দেশগুলো। আর এই বন্দিত্বের যাঁতাকলে পড়ে স্বাভাবিকভাবেই বন্দি বিভিন্ন জগতের তারকারা। নেই শুটিং, নেই কোনও কাজ। শুধুই অবসর যাপন আর উৎকণ্ঠা নিয়ে ভালোথাকা। আর ক্রীড়া জগতের তারকারা তো আরও সমস্যায়, খেলা নেই, মাঠে প্রাকটিস নেই ! তবে তাঁরাও কিন্তু সময় কাটানোর দারুণ ফন্দি আঁটছেন! বিভিন্নরকম উপায়ে ‘ফ্যান’দের সামনে আসছেন। আবার সুন্দর উপস্থাপনে মনজয় করছেন নিমেষেই !

সেইরকমভাবেই অস্ট্রেলিয়ার বিখ্যাত ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। এক মুহূর্তেই এখন তিনি ভাইরাল। শুধু তিনি নন, সঙ্গে একরত্তি মেয়েও, নেটদুনিয়া মাতিয়ে রেখেছেন দুজনে। যে মাতিয়ে রাখার পেছনে ভারতের যোগ আছে প্রত্যক্ষ। কারণ, বাবা আর কন্যা মিলে, বিখ্যাত এক বলিউডি-গান ‘শিলা কী জওয়ানী’র তালে কোমর দোলাচ্ছেন! হ্যাঁ, একেবারে নিঁখুতভাবে এই হিন্দিগানের তালে নেচে চলেছেন দুজনেই। ভারতীয় পোশাক তাঁর ছোট্ট কন্যার গায়ে। যা দেখে খুশিতে ভরেছে নেট দুনিয়া। ভারতের গানে মেতে ওঠা দেখে ডগমগ ভারতীয়রাও।

এবার আসি ভারতের ক্রিকেট দলের সদস্য শিখর ধাওয়ানের কথায়। তাঁর সঙ্গেও যোগ আছে বিদেশের। কারণ, তাঁর স্ত্রী কিন্তু বিদেশের। তবে, তিনি এবার কী করলেন? শিখর ধাওয়ান তাঁর ছেলেকে নিয়ে ‘ড্যাডি কুল’ গানে একেবারে মাতিয়ে দিলেন। অভিনয়, সঠিক অঙ্গভঙ্গি আর ছেলেকে সঙ্গে নিয়ে ওই গানে মাতালেন নেটদুনিয়া।

একজন কন্যা নিয়ে, আরেকজন পুত্রকে নিয়ে নাচ। বাড়িতে মজা করে কাটানো। আর সবমিলিয়ে এই ভয়াবহতায়, করোনা সন্ত্রাসের দিনে, তারকাদের এই আনন্দপূর্ণ কোয়ারেন্টাইন-পর্ব কাটানো দেখে, বেশ অনেকেই প্রশংসা করছেন অনবরত, তাঁদের দাবি, ‘এত খারাপ সময়ের মধ্যেও এতটুকু ভালো হলে মন্দ কি?’

___________________________________

২০.০৪.২০২০

_________________________

বিনোদন || ক্রীড়া

www.khoborwalatv.com