করোনা আছে! ভয়াবহ পরিস্থিতি আছে। এরসঙ্গে বঙ্গের রাজনৈতিক তাপ-উত্তাপও বহাল তবিয়তেই আছে। কখনও করোনা ‘তথ্যগোপন’। কখনও, ‘রেশন অভিযোগ,’ কখনও রাজ্যপাল-মুখ্যমন্ত্রী প্রসঙ্গ, করোনা-যুদ্ধের মধ্যেই এরাজ্যে চলমান রাজনীতিও।
এইরকম একটি পরিস্থিতিতে এবার পিপিই অর্থাৎ করোনা বা ভাইরাস নিরোধক পোশাক নিয়েও বিতর্ক উঠল চরমে। কদিন আগে থেকেই ছিল তা। কে বেশি দিলেন, কে কম দিলেন, এমনটা তো ছিলই, সঙ্গে এই পোশাক বিতরণের ক্ষেত্রে ‘ক্রেডিট’ কার, এবং, আবার সেই নাম ব্যবহারের ক্ষেত্র নিয়েও মাথাচাড়া দিল বিতর্ক। যার কেন্দ্রে বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং রাজ্যের তৃনমূল নেতা এবং দমকল মন্ত্রী সুজিত বসু।
সম্প্রতি, বাবুল সুপ্রিয় একটি ছবি ট্যুইট করেন। যেখানে দেখা যায়, একজনের গায়ে পিপিই পোশাক রয়েছে, যার পিছনের দিকে লেখা, ‘প্রেজেন্টেড বাই সুজিত বসু, এমএলএ’। এই ছবি টুইট করে বাবুল লেখেন, ‘লজ্জা, টিএমছি !! একজন তৃনমূল নেতাই এমন করতে পারেন’, সুজিত বসুর নামেও টিপ্পনী করে বাবুল বলেন, ‘কেউ ভেবেছেন এমন!’
বাবুলের পোস্টের পর বিতর্ক শুরু হয় রাজনৈতিক মহলে। এবার এই সরগরম পরিস্থিতির মধ্যেই, একটি সুজিত বসু নামে টুইটার হ্যান্ডেল থেকে জবাব দেওয়া হল, এই বিতর্কের। ওই টুইটার অ্যাকাউন্টটি সুজিত বসুর বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। যেখানে মুখ খোলেন মন্ত্রী সুজিত বসু। তাঁর ওই টুইটার হ্যান্ডেল থেকে বাবুলের, ট্যুইটটি রিট্যুইট করে বলা হয়, ফিল্ডে কাজ করা করোনা যোদ্ধাদের জন্য পিপিই মেডিক্যাল কিটের ব্যবস্থা হয়েছে, আমার টিম থেকে করছে। ‘বাংলার মানুষ জানেন, বাবুল সুপ্রিয়ার করোনা-যুদ্ধে অবদান কতটা। সোশ্যাল মিডিয়ায় ফেক প্রপাগণ্ডা ছড়ানো ছাড়া।’ (যদিও সুজিত বসুর নামের ওই টুইটার অ্যাকাউন্টটি ভেরিফায়েড না।) সুজিত বসুর এই টুইটার থেকে, এই প্রতিক্রিয়ার ফলে ফের বিতর্ক শুরু হয়েছে, বাবুল সুপ্রিয়র তোলা ‘টুইটার-ইস্যু’ নিয়ে।
২৬.০৪.২০২০
কলকাতা