পয়লা বৈশাখের আগে বিশবাও জলে শাড়ি ব্যবসায়ীরা। বীরভূমের সিউড়ির একটি বাজারে, ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেল শতাধিক শাড়ির দোকান। জানা গিয়েছে, লক ডাউনের মধ্যেই কাপড় ব্যবসায়ীরা জামা-কাপড়ের নতুন স্টক তুলেছিলেন, পয়লা বৈশাখের জন্য। মঙ্গলবার সিউরির কোর্টসংলগ্ন বাজার চত্বরে আগুন লাগে, যা ভয়াবহ আকার ধারণ করে কিছুক্ষণের মধ্যেই।
স্থানীয় ব্যবসায়ীদের বয়ান অনুযায়ী, একশোরও বেশি দোকান পুড়ে যায়, যার ফলে নষ্ট হয়ে যায় লক্ষাধিক টাকার জামা-কাপড়। সূত্রের খবর, সিউড়ির বাসস্ট্যান্ড সংলগ্ন মীন ভবনের কাছের কাপড়ের দোকানগুলোতে আগুন লেগে, তা পার্শ্ববর্তী দোকানগুলোতেও ছড়িয়ে পড়ে। ফলে বেশ কিছু মোবাইল, ঘড়ি, চশমার দোকানও পুড়ে ছাই হয়ে যায়। এদিন দুপুর পৌনে দুটো নাগাদ স্থানীয় বাসিন্দরা আগুন দেখে দমকলে খবর দেয়। হালকা কাঠ, বাঁশ, প্লাস্টিক, টিন দিয়ে তৈরি হওয়ায় দোকাগুলোর মধ্যে ব্যবধান কম ছিল, ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঠিক সময়ে দমকলবাহিনী এলেও রাস্তা সংকীর্ণ হওয়ার কারণে তারা ঘটনাস্থলে পৌঁছতে দ্রুত পারেননি বলেও খবর পাওয়া যায়।দমকল বাহিনী ঘণ্টা তিনেকের চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।
সব বন্ধের মাঝে আগুন লাগলো কিভাবে? সেই নিয়েই ধোঁয়াশা তৈরী হয়েছে। ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিক ধারণা করছে স্থানীয় বাসিন্দারা।লক ডাউনের ফলে এতদিন বাজার বন্ধ থাকলেও মজুত ছিল বহু টাকার জিনিস, নতুন বছরের আগে শেষ আয়ের আশাটুকুও হাতছাড়া হয়ে যাওয়ায়, এতো বিপুল টাকার আর্থিক ক্ষতি চিন্তায় ফেলেছে ব্যবসায়ী ও তাদের পরিবারদের।
০৭.০৪.২০২০
রিপোর্ট: রুমকি সরকার
Cover Picture is Symbolic