লকডাউনে লোকসানে ট্রাক মালিকরা, উত্তরের অপেক্ষায় মুখ্যমন্ত্রীকে লেখা চিঠির

করোনা ভাইরাস মোকাবিলায় সরকারি পদক্ষেপ ছিল লক ডাউন। তারই জন্য অনেক পরিস্থিতি বদলেছে, অনেকের মুখে এই সময় অন্ন তুলে দিচ্ছে সরকার পক্ষ। আবার অনেকের কাছে এখনও সরকার পক্ষের কোনও সাহায্য পৌঁছায়নি বা তাদের দিকে সরকার পক্ষের নজর যায়নি।

২১ শে এপ্রিল “West Bengal Truck Operators Associations” এর জেনারেল সেক্রেটারি মি. সজল ঘোষ মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে একটি চিঠি পাঠান এবং তাদের কিছু দাবি তুলে ধরেন।

প্রথমেই ওঁরা জানান করোনা মোকাবিলাতে সরকারি সিদ্ধান্তে প্রশংসনীয়। তাঁরা এ ও জানান যে, ১.৩ বিলিয়ন ভারতীয় বাইরে থাকেন ।এই শিল্পের মাঝারি এবং ভারী বাণিজ্যিক যানবাহন এবং যাত্রী বিভাগগুলি ধসের পথে এবং অবিলম্বে কোনও সংশোধন না করা হলে, অর্থনীতির পঙ্গু হওয়ার সম্ভাবনা দেখা যাবে। এছাড়া মাস্ক , পি পি এস ,চিকিৎসা সরঞ্জাম ইত্যাদি পণ্য সরবরাহ করতে সব বিভাগীয় প্রধানরা উদ্যোগী।

লক্ষাধিক ট্রাক্টর দাঁড়িয়ে থাকায় প্রায় ১৫ লক্ষ চালক এবং ২০ লক্ষ খালাসী সহ তাঁদের পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই প্রেক্ষিতে তাঁরা মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর কাছে দাবি জানান, যাতে এর জন্য উনি একটি আর্থিক প্যাকেজের ব্যবস্থা করেন। সেই প্যাকেজে ৫ ধরনের দাবি করা হয়েছে।

ট্রাক অ্যাসোসিয়েসনের (Truck association) এর জেনারেল সেক্রেটারি সজল ঘোষ খবর ওয়ালা টিভি কে জানান যে, এখন ট্রাক চালক এবং মালিকদের যা অবস্থা তাতে ওরা রাস্তায় সবজি নিয়ে বসতে শুরু করেছে তাই ঠিক যেমন গতিধারা বা অন্য জায়গায় সাবস্ক্রিপশন দিচ্ছে ঠিক সেরকমই ওনাদের জন্যও যেনো সেই ব্যাবস্থা করা হয়। তিনি আরও বলেন,, ২ লক্ষ টাকা করে এক একজন ট্রাক মালিক পেলে তাদের ঠিক মত চলবে। দ্বিতীয়ত, এই গাড়ি দাঁড়িয়ে থাকার জন্য সমস্ত ট্রাক এর ই.এম.আই মুলতুবি করা হোক। তৃতীয়ত, ট্রাক চালক, মালিক ও খালাসিদের জন্য একটি স্বাস্থ্য বীমা ও জীবন বীমা দেওয়া হোক যাতে তারা বাড়িতে নির্বিঘ্নে থাকতে পারে।

চতুর্থত, তাঁরা এই প্যাকেজে ১.৩ বিলিয়ন মানুষ যারা বাইরে থাকেন তাদের মেডিক্যাল চেক আপেরও আর্জি জানিয়েছেন। পঞ্চমত, যাতে সমস্ত গাড়ির চাকা গুলো সচল থাকে তাই এর জন্য অর্থনৈতিক সাহায্যও চেয়েছেন সব বাংলার ট্র্যাকার দের হয়ে। সজল বাবু জানান, “এখনও অবধি সরকার থেকে চালক এবং খালাসীদের জন্য কোনো মাস্ক বা স্যানিটাইজার বা টেস্টিং এর ব্যাবস্থা করা হয় নি।” জেনারেল সেক্রেটারি সজল ঘোষ ৩০ শে এপ্রিল জানান খবর ওয়ালা টিভি কে, ” এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী তাঁদের দাবির কোনো সদুত্তর দেন নি, তবে উনি আশাবাদী যে তাঁদের এ ব্যাপারে সরকার পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হবে। ” এই পরিপ্রেক্ষিতে লোকসভার ফরমার মেম্বার শুভেন্দু অধিকারী কে খবর ওয়ালা টিভি র পক্ষ থেকে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁকে ফোনে পাওয়া যায়নি।

0১/০৫/২০২০
শিল্পা চ্যাটার্জী