লকডাউনে জওয়ান এবং সেনা অফিসারদের জন্যে চলবে বিশেষ ট্রেন: সিদ্ধান্ত ভারতীয় রেলের

নয়া দিল্লি, স্বাতী সেনাপতি :

করোনার জেরে সমগ্র দেশজুড়ে চলছে লকডাউন। থমকে গেছে বিশ্বের সর্ববৃহৎ রেল পরিষেবা। পণ্য পরিবহনকারী ট্রেন ছাড়া চলছেনা কোনো ট্রেনই। বাতিল হয়েছে একেরপর এক এক্সপ্রেস ট্রেনের সংরক্ষিত টিকিট। লোকাল এবং দূরপাল্লার যাত্রী পরিষেবা বন্ধ ৩রা মে পর্যন্ত।

এরকম অবস্থায় বেঙ্গালুরুতে আটকে পড়েন প্রায় ১২০০ সেনা অফিসার এবং জওয়ান। এবার তাদের জন্যে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল ভারতীয় রেল।

কেন্দ্রীয় সরকার সূত্রে জানা গিয়েছে লকডাউন চলাকালীন বেঙ্গালুরুর বিভিন্ন জায়গায় ট্রেনিং চলছিল এই ১২০০ অফিসার এবং জওয়ানদের। লকডাউনের জেরে আটকে পড়েছিলেন তারা। এবার তাঁদেরকে কর্মস্থলে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্যে বিশেষ উদ্যোগী হল সরকার। এই সমস্যা সমাধানে এগিয়ে আসে প্রতিরক্ষা মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক এবং রেলওয়ে মন্ত্রক।

সিদ্ধান্ত নেয়া হয় চলবে বিশেষ ট্রেন।

সরকারসূত্রে খবর প্রাথমিকভাবে গুয়াহাটি এবং জাম্মুতাই এই দুটি শাখায় অশীততাপ নিয়ন্ত্রিত ট্রেনগুলি চালানো হবে। প্রতিরক্ষা দপ্তর সূত্রে জানানো হয়েছে জরুরিকালীন পরিষেবা হিসেবে দেশের উত্তর এবং পূর্বদিকের সীমান্ত অঞ্চলগুলিতে সেনা মোতায়েন করার জন্য আপাতত দুটি ট্রেন চালানো হবে।

দক্ষিণ রেলওয়ে শাখার বেঙ্গালুরু, বেলগাঁও এবং সেকেন্দ্রাবাদ থেকে জওয়ানদের নিয়ে ট্রেনটি আম্বালা হয়ে ১৭এপ্রিল জম্মু পৌঁছাবে এবং অপর ট্রেনটি হাওড়া হয়ে পৌঁছাবে গুয়াহাটি।

তবে জওয়ান এবং অফিসারদের সার্বিক সুরক্ষার কথা মাথায় রেখে ট্রেনগুলিকে নিয়মিতভাবে জীবাণুনাশক করার কথা বলা হয়েছে। সামাজিক দূরত্বের বিষয়টিকে গুরুত্ব দিয়ে প্রতিটি কামরায় যাত্রী পরিবহনের সংখ্যা কমানো হবে। ৭২টি সজ্জাবিশিষ্ট কামরাগুলিতে ৪০ জন করে জওয়ান থাকতে পারবেন। ট্রেনগুলিতে থাকবে ‘পান্ট্রি কার’ সহ সমস্ত পরিষেবা। নিয়মিত করা হবে স্বাস্থ্য পরীক্ষাও।

সূত্রের খবর যদিও কেবলমাত্র একবারের জন্যেই এই বিশেষ ট্রেন চলবে তবু বেশ কিছুদিন লেগে যাবে পুরো কাজটি সুষ্ট ভাবে সম্পন্ন করতে।