লকডাউনের মেয়াদ বৃদ্ধি, ৩৯ লক্ষ টিকিট বাতিল করল ভারতীয় রেল

প্রথম পর্যায়ের লকডাউন শেষ হওয়ার পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, আর সেই ভাষণেই তিনি চলতি লকডাউ বাড়িয়ে দেওয়ার কথা ঘোষণা করেন ১৪ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত| আর এতেই সবচেয়ে ক্ষতির মুখে এখন ভারতীয় রেল | রেল সূত্রের খবর ইতিমধ্যে কমপক্ষে ৩৯ লক্ষ ট্রেনের টিকিট বাতিল করতে বাধ্য হয়েছে ভারতীয় রেল| পূর্ববর্তী লকডাউন শেষ হচ্ছিল ১৪ এপ্রিল, দেশের এদিকে-ওদিকে আটকে বহুজন, তাই এরই ফাঁকে টিকিট কেটে ফেলেছিলেন বহু মানুষ| যাত্রীদের টিকিট বুক করতে দেয়া হচ্ছিল তার জন্য | এমন সময় লকডাউন বাড়িয়ে দেওয়ার কারণে সমস্ত বুকিং হওয়া টিকিট বাতিল করতে বাধ্য হলো ভারতীয় রেল| প্রসঙ্গত, রেল দফতরের তরফে নোটিশ জারি করে বলা হয়েছে, বুক করা সব টিকিট বাতিল করা হয়েছে, এর পাশাপাশি অগ্রিম টিকিটও আর বুক করা যাবেনা লকডাউন পর্যন্ত| অবশ্য রেলের তরফে সুস্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে, সমস্ত টিকিটের দামই ফেরত পেয়ে যাবেন যাত্রীরা, কাটা যাবেনা কোনো টিকিটের দাম| অনলাইন কাস্টমারেরা সরাসরি ন্যাশনাল ট্রান্সপোর্টার থেকে টিকিটের টাকা ফেরত পাবেন, তবে যেই সমস্ত যাত্রীরা কাউন্টারে গিয়ে টিকিট বুকিং করেছেন তাদের কাউন্টারে গিয়ে টাকা ফেরত নিয়ে আসার সময়সীমা ৩১ জুলাই পর্যন্ত রাখা হয়েছে বলে জানায় রেল বিভাগ| ১৬/০৪/২০২০ রিপোর্ট – রুমকি সরকার চিত্র সূত্র – গুগল