মে দিবসের দিন মধ্যরাতেই খবর এল। একধাক্কায় ৪০ জন উচ্চ পদাধিকারী পুলিশ আধিকারিককে বদলি করল রাজ্য। অর্থাৎ যাঁরা যেখানে কাজ করছিলেন সেখান থেকে সরানো হল অন্য পদে এবং অন্য স্থানে। সংবাদসংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, মূলত, দুটি তালিকায় একটিতে ১৮ টি এবং আরেকটি তালিকায় ২২, মোট ৪০ জন পদাধিকারীকে অন্যত্র বদলি করা হয়েছে। যাঁদের প্রায় সকলেই, ডেপুটি এসপি অথবা এসিপি, অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পদমর্যাদার আধিকারিক।
জেলা, পুলিশ জেলা এবং বিভিন্ন পুলিশ ব্যাটেলিয়ানে কাজ করছিলেন আধিকারিকরা। যদিও অধিকাংশ আধিকারিককে সামঞ্জস্যপূর্ণ পড়ে বদলি করা হয়েছে, কারওর দায়িত্ব বাড়ানোও হয়েছে। যেমন, ব্যারাকপুরের এসিপি ট্রাফিককে বদলি করে ব্যারাকপুরেরই আর্মড পুলিশ বা এপি’র দায়িত্ব দেওয়া হয়েছে। যদিও এঁদের মধ্যে কেউই জেলার এসপির দায়িত্বে ছিলেন না। বহু আধিকারিকের বদল মূলত পুলিশ ব্যাটেলিয়ানের বিভিন্ন বিভাগের মধ্যেও করা হয়েছে।
01.04.2020