রেশন বিক্ষোভে সামিল হয়ে পুলিশের দ্বারা আটক হলেন শিলিগুড়ির বিজেপি সভাপতি।

রেশন নিয়ে সমস্যায় পড়ছে মানুষ। আর এই অভিযোগে করোনা আবহেই বারবার সরব হচ্ছেন বিজেপি নেতারা। বিভিন্নভাবে সরকারের রেশন ব্যবস্থা নিয়ে বিক্ষোভে সামিল হচ্ছেন তাঁরা। এবার উত্তরবঙ্গে শিলিগুড়িতে এই অভিযোগেই সরব হলেন তাঁরা। বিজেপির দাবি, রেশন নিয়ে দূর্নীতি করছে সরকার।

বিজেপির অভিযোগ, রাজ্য জুড়ে রেশনের চাল, কুপনের নামে শাসকদলের নেতারা দুর্নীতি করছেন। এই অভিযোগের পাশাপাশি, বিজেপি নেতাদের তরফে একাধিক অব্যবস্থার অভিযোগ নিয়ে অবস্থান বিক্ষোভে সামিল হন শিলিগুড়ির বিজেপি নেতৃত্ব। শিলিগুড়ি মহকুমা শাসকের দপ্তরের সামনে চলে অবস্থা। কিন্তু সেখানেই আটক করা হয় বিজেপি নেতাদের। অভিযোগ, প্রধাননগর থানার পুলিশের দ্বারা আটক করা হয় বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি মাননীয় শ্রী প্রবীণ আগরওয়াল সহ অন্যান্য নেতাদের।

________________________________

০৫.০৫.২০২০

শিলিগুড়ি

কে এস