এবার নদিয়ার বিজেপি নেতার দ্বারা অভিযোগ উঠল ফের, রেশনে দুর্নীতির প্রতিবাদ করায় হামলার শিকার হতে হল বিজেপির সংখ্যালঘু মোর্চা নেতা আবু তালেব মন্ডল এবং তাঁর পরিবারকে, এমনই অভিযোগ করছেন ওই নেতার পুত্র খোকন মণ্ডল। শনিবার (২ মে) ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। নদিয়ার হরিনঘাটা অঞ্চলে হামলার ঘটনাটি ঘটে। আক্রান্ত পরিবারের সদস্য, অর্থাৎ বিজেপি সংখ্যালঘু নেতা খোকন মন্ডলকে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ করেন, তাঁর বাবা আবু তালেব মন্ডল ”শনিবার সকাল ১০টা- ১১টা নাগাদ রেশন দোকানে উপস্থিত থেকে দেখাশুনা করছিলেন যাতে এই লকডাউনের বাজারে গরীব, অসহায় মানুষদের কাছে সঠিক পরিমানে সরকারি নির্দেশ অনুযায়ী খাদ্য সামগ্রী পৌঁছে যায়। কিন্তু আদতে বরাদ্ধ পরিমানের কম সামগ্রী দেওয়া হলে প্রতিবাদ করেন তিনি।” খোকন মণ্ডলের অভিযোগ, সেখানে কিছু তৃণমূলের সদস্যও উপস্থিত থেকে পুরো ব্যাপারটি তদারকি করছিলেন, এরপর তাঁদের সঙ্গে বচসা বাঁধে খোকন মন্ডলের বাবার সঙ্গে, তারপর তৃণমূলের ওই সদস্যরা হুমকি দেয় বলে অভিযোগ করেছেন তিনি।
তাঁর দাবি, প্রাথমিক ভাবে ব্যাপারটি মিটে গেছে মনে করা হলেও পরে ওইদিন সন্ধ্যাবেলা বিশাল বাহিনী নিয়ে চড়াও শাসক দলের নেতারা। চলে অবাধ লুটপাট। তাঁর অভিযোগ, ভাঙচুর করা হয় ঘরের আসবাবপত্র, দরজা, জানলা। তছনছ করে দেওয়া হয় অধিকাংশ জিনিস। ভাঙা হয় দুটি বাইক। ঘটনায় আহত হন খোকন মন্ডলের মা।
খোকন মন্ডলের অভিযোগ, ওই এলাকার শাসকদলের নেতা মওলা বক্স মন্ডল এবং পঞ্চায়েত সদস্য আব্দুল্লাহ মন্ডলের নেতৃত্বে চলে এই হামলা। তিনি আরও জানান, অভিযুক্তদের নামে থানায় অভিযোগ জানাতে গেলে প্রাথমিকভাবে অভিযোগ নিতে অস্বীকার করে স্থানীয় পুলিশ প্রশাসন। যদিও পরে এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। যদিও এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ খবর সূত্রে।
০৪.০৫.২০২০
নদীয়া