ফের করোনা সংক্রমণ এবং তার জেরে পরিসেবা বন্ধ করল হাসপাতাল! সম্পূর্ণ পরিসেবা না হলেও, আংশিকভাবে বন্ধ হল হাসপাতালের পরিসেবা! এই করোনার জেরেই একপ্রকার আংশিক বন্ধই হয়ে গেল, কলকাতার আরেক সরকারি হাসপাতাল। চিত্ত রঞ্জন সেবাসদন হাসপাতালের পরিসেবা আংশিক বন্ধ করা হল এবার। শুধুমাত্র জরুরি বিভাগ ছাড়া, প্রায় সব বিভাগেই বন্ধ হল রোগী ভর্তি।
জানা গিয়েছে, ওই হাসপাতালে দুজনের শরীরে সম্প্রতি সংক্রমণ ধরা পড়ে, যার জেরেই এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে। সূত্রের আরও খবর, এই সংক্রমনের পরে, সংক্রামিত ব্যক্তিদের সংস্পর্শে যাঁরা আসেন, তাঁদের শনাক্ত করে, ওই হাসপাতালের মোট ১৪ জন কর্মীকে ইতিমধ্যেই কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। জানা যাচ্ছে, করোনা আক্রান্ত দুজন, কলকাতার আলিপুর এবং গার্ডেনরিচ এলাকার বাসিন্দা। এর প্রভাবে, ওই হাসপাতালের ইমার্জেন্সির সামনের রাস্তা আপাতত বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্থিতিশীল হলে, সমস্ত বিভাগে ফের রোগী ভর্তি শুরু হবে বলেও জানা গিয়েছে।
____________________________________
০৯.০৫.২০২০
কলকাতা