রাজ্যে ফিরছেন ভিনরাজ্যে আটকে থাকা কয়েকহাজার, ৮টি ট্রেন আসছে রাজ্যে, আগেই ব্যবস্থা নেয় রাজ্য।

অমিত শাহের চিঠি। রাজনৈতিক বিতর্ক। কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগের পর, তা ‘সর্বৈর্ব মিথ্যা’ বলেছে রাজ্যের শাসক দল। কিন্তু, একটি বিজ্ঞপ্তি সূত্রে জানা যাচ্ছে, ইতিমধ্যেই বাইরের রাজ্যে আটকে থাকাদের জন্য, তাঁদের ফেরানোর জন্য বিভিন্ন ক্ষেত্রে অনুমতি দিয়েছে রাজ্য ! যার ফলস্বরূপ, আগের দুটি ট্রেন, এবং শনিবার ফের রাজ্যে আসছে কয়েকটি ট্রেন। এমনকি আগামী কয়েকদিন মিলিয়ে মোট ৮ ট্রেন, যা পরিযায়ী শ্রমিক, বাইরের রাজ্যে আটকে থাকা বাংলার মানুষদের নিয়ে আসবে। যা জেলার বিভিন্ন নির্দিষ্ট স্টেশন, কিছুক্ষেত্রে হাওড়া, খড়গপুরের মতো স্টেশনে আসবে। তারপর, সেই ট্রেনে ফেরা যাত্রীদের উপযুক্ত স্বাস্থ্যপরীক্ষার পর পৌঁছে দেওয়া হবে, নির্দিষ্ট গন্তব্যে।

সূত্রে আরও জানা যাচ্ছে, পাঞ্জাব, কর্ণাটক, তামিলনাড়ু, তেলেঙ্গানা এই রাজ্য গুলো থেকে শ্রমিক স্পেশাল এক্সপ্রেস আসার কথা। যে ট্রেনে ফিরতে পারেন রাজ্যের কয়েকহাজার বাসিন্দা। বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, জলন্ধর, ভেলোরের মতো বিভিন্ন জায়গা থেকে এই ট্রেনগুলো ছাড়বে বলে জানা যাচ্ছে। আজ ছাড়তে পারে, বেঙ্গালুরু এবং হায়দ্রাবাদ থেকে ট্রেন। যা এসে পৌঁছনোর কথা, নিউ জলপাইগুড়ি, পুরুলিয়া টাউন, বাঁকুড়া, মালদহের ইংলিশ বাজারের মতো বিভিন্ন স্টেশনে। জলন্ধর থেকে ট্রেন ছাড়ার কথা ১০ তারিখ। ১১ তারিখ, ফের একটি ট্রেন ছাড়ার কথা পাঞ্জাব থেকে, যা আসবে দুর্গাপুর-আসানসোল। অপর ট্রেনটি রবিবার ছাড়তে পারে, যেটি ব্যান্ডেল পর্যন্ত আসার কথা। অন্যদিকে ১১ তারিখ, তামিলনাড়ুর ভেলোর থেকে ছেড়ে, ট্রেন আসার কথা হাওড়া, খড়গপুরে। যদিও তাঁদের ফেরানোর বিষয়ে আগেই আবেদন করেছিল রাজ্য। বিভিন্ন রাজ্যের সরকারকে এই বিষয়ে আবেদন জানিয়ে চিঠি দেওয়া হয়েছিল বলেও জানা গিয়েছে।

_______________________________________

০৯.০৫.২০২০
কলকাতা