”রাজ্যে পুলিশ ও প্রশাসন একশো শতাংশ সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি কার্যকরী করতে অক্ষম হচ্ছে। দরকারে নামানো হোক আধা সামরিক বাহিনী।” পশ্চিমবঙ্গ সম্বন্ধে এমনই ট্যুইট-বার্তা দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়।
প্রসঙ্গত, গোটা দেশজুড়ে লকডাউনের মেয়াদ বৃদ্ধি পেয়েছে ৩-মে পর্যন্ত। রাজ্যের মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন, ”রাজ্যে কড়াকড়ি করা হবে, বাড়াবাড়ি না।” নরমে-গরমে বিভিন্ন বিধিনিষেধ জারি থাকলেও বাজার-ব্যাংক-রাস্তাঘাটে জমতে দেখা যাচ্ছে অহেতুক ভিড়।সূত্র মারফত জানা গিয়েছে, হাওড়া উত্তর ২৪ পরগণার বিভিন্ন স্থান থেকে উঠে এসেছে আক্রান্তের খবরও। সিল করা হয়েছে বেশ কয়েকটি হাসপাতালের ওয়ার্ড। প্রসঙ্গত চা-শ্রমিকদের কথা মাথায় রেখে খোলা হয়েছে চা বাগানগুলিও, যদিও সেখানে ২৫ শতাংশের বেশি মানুষ কাজ করছেন না এবং যাবতীয় নিয়মাবলী মেনেই কাজ করা হচ্ছে বলে দাবি। রাজ্যের বিভিন্ন ক্ষুদ্রশিল্পের ক্ষেত্রেও চিত্রটা একই। এমতাবস্থায়, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে পশ্চিমবঙ্গের কোনও এলাকা হটস্পট ঘোষিত হোক বা নাহোক রাজ্যের প্রশাসনিক প্রধান আর রাজ্যপালের অবস্থান যে কোভিড-১৯ নামক অতিমারি মোকাবিলাতেও বিপরীতমুখী ভূমিকা পালন করতে পারে, এমনটাই বলছেন রাজনৈতিক মহলের একাংশ।
_________________
১৫/০৪/২০২০
রিপোর্ট : শিল্পা চ্যাটার্জি
এডিটেড
চিত্র সূত্র – ট্যুইটর