রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে মঙ্গলবার পর্যন্ত মোট ৭০ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। ৬৯ জনের নমুনায় কোনও সমস্যা না এলেও অর্থাৎ নেগেটিভ রিপোর্ট এলেও, একটি রিপোর্ট পজিটিভ পাওয়া গেল। কলকাতার এক ১৮ বছরের যুবকের শরীরে ধরা পড়ল কোভিড-১৯ নোবেল করোনা ভাইরাস। এই প্রথম পশ্চিমবঙ্গে কারওর শরীরে এই ভাইরাস পাওয়া গেল বলে, জানা গিয়েছে স্বাস্থ্য ভবন সূত্রে। ইতিমধ্যেই এই বিষয়ে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর।
সূত্র মারফত জানা যাচ্ছে, ওই তরুণ লন্ডনের একটি নামী বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেন। সেখানেই একটি পার্টিতে যোগ দেন তিনি। তারপর ১৫ মার্চ তিনি শহরে ফেরেন। কিন্তু ১৭ তারিখ তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর নমুনা পরীক্ষার পর, সেই রিপোর্ট পজিটিভ পাওয়া যায়। তাঁকে ইতিমধ্যেই, আইসোলেশনে রাখা হয়েছে। এদিকে তাঁর বাবা, মা এবং গাড়ির চালককে, কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছে। সূত্র মারফত আরও জানা যাচ্ছে, ওই আক্রান্ত তরুণ রাজ্যের স্বরাষ্ট্র দফতরের এক আমলার পুত্র। যদিও এই বিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি। এই তরুণের বাড়ি দক্ষিণ কলকাতায়। তিনি রবিবার এয়ার ইন্ডিয়ার বিমানে ফেরেন। ইতিমধ্যেই ওই বিমান যাত্রীদের তথ্য সংগ্রহ করে, তাঁদের পর্যবেক্ষণের ব্যবস্থা গ্রহণ করার কাজ শুরু হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে। সূত্রের খবর, ওই যুবক ফেরার দিন, তাঁর শরীরে সেইভাবে কোনও উপসর্গ ছিল না।
ওই তরুণের আক্রান্তের খবরের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে কিছু বিষয়ে। একজন যুবক লন্ডন থেকে ফিরে, কোনও বাধা ছাড়ায় কীভাবে শহরের উপকন্ঠে প্রবেশ করলেন? যদি তিনি রাজ্যের কোনও আমলার পুত্র হন, তাহলে একজন কর্তা কিভাবে এত অসতর্ক হলেন? এই প্রশ্নের মধ্যেই, বিমানবন্দরের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। আদেও ঠিক করে থার্মাল স্ক্যানিং বা স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে কিনা? তা নিয়েও প্রশ্ন তুলছেন কেউ কেউ। যদিও, একজনের আক্রান্তের খবরে আতংকিত না হওয়ার পরামর্শই দিচ্ছেন চিকিৎসকরা। আক্রান্ত ব্যক্তির শরীরে এই ভাইরাস পাওয়া গেলেও, তাঁর সঙ্গে সংযোগ থাকা সকলের পর্যবেক্ষণ ঠিক করে হলে, এটা নিয়ে কোনও ভয় নেই বলেই জানাচ্ছেন চিকিৎসকদের একাংশ। এই যুবক কাদের সংযোগে এসেছিলেন, তাঁরা আবার কাদের সংযোগে এসেছেন, এটাকে উদ্ধার করে, ব্যবস্থা নেওয়ার কথায়, প্রাথমিকভাবে মাথায় রাখছে রাজ্য প্রশাসন।
এদিকে এই ঘটনার পর, রাজ্যের তরফে আরও সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
১৭.০৩.২০২০
কলকাতা