রাজ্যে খোঁজ তৃতীয় আক্রান্তের! আক্রান্ত তরুণী উত্তর ২৪ পরগণার বাসিন্দা।

কলকাতা: শুধু কলকাতা নয়, এবার করোনা ভাইরাসের থাবা জেলাতেও। শুক্রবার রাতে, বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি থাকা এক তরুণীর নমুনা পরীক্ষার ফল আসে। যে রিপোর্টে দেখা যায়, তিনি পজিটিভ। এই তরুণী উত্তর ২৪ পরগণার বাসিন্দা। তিনি সম্প্রতি স্কটল্যান্ড থেকে ফিরেছেন বলে জানা গিয়েছে। ওই তরুণীকে ইতিমধ্যেই বিশেষ আইসো লেসন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এই তরুণীর পর, শনিবার সকাল পর্যন্ত, এই রাজ্যে আক্রান্তের সংখ্যা হল ৩ । এই তিনজনেই বিদেশ থেকে ফিরেছেন। আগের ১৯ বছরের তরুণ, পরে ২২ বছরের বালিগঞ্জের তরুণ, দুজনেই বিদেশ থেকেও ফিরেছেন।

স্বাস্থ্য মহলের আশঙ্কা, আরও রিপোর্ট পজিটিভ আস্তে পারে। নমুনা পরীক্ষার ফল সব এলে একে একে জানা যেতে পারে।

প্রসঙ্গত, দেশজুড়ে করোনা ভাইরাস ছড়িয়েছে। প্রায় ২০ টি রাজ্যের ২২০ বেশি মানুষ এই মারণ ভাইরাসে আক্রান্ত। বারবার সতর্ক হওয়ার কথা বলা হচ্ছে। কিন্তু অনেকক্ষেত্রেই, সতর্কতার হার কমছে। বাড়ি থেকে কাজের নির্দেশ, সব বেসরকারি কর্মীদের এখনও দেওয়া হচ্ছে না বলে দাবি। এই পরিস্থিতিতে, এই রাজ্যের করোনা পরিস্থিতিও ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে। পর্যায়ক্রমে বাড়ছে আক্রান্তের সংখ্যা। প্রথম আক্রান্তের খবর আসে কদিন আগেই। যিনি একজন আমলার পুত্র বলেও জানা যায়। তারপর, গতকাল সকালে ফের একজন আক্রান্তের খবর আসে। যাঁর দুই বন্ধু আক্রান্ত বলেও জানা যায়, যাঁরা ভিনরাজ্যে বাস করেন।

এদিকে, বিনামূল্যে রেশনের ব্যবস্থা থেকে সরকারি কর্মীদের আগেভাগেই ছুটির ব্যবস্থা করেছে রাজ্য। নেওয়া হয়েছে বিভিন্ন ব্যবস্থা। শুক্রবার বিকেলে, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। করোনা মোকাবিলা নিয়ে আলোচনা হয়। কিন্তু সবকিছুর পরেও উদ্বেগ থাকছেই। ক্রমশ করোনা আক্রান্তের খবরে আশঙ্কা সৃষ্টি হয়েছে, একটা অংশের মধ্যে।