রাজ্যসভা নির্বাচন আগামী ২৬শে মার্চ, নির্বাচন ১৭টি রাজ্যে 

নিজস্ব সংবাদদাতা

কলকাতা

২৬.০২.২০২০

পশ্চিমবঙ্গ থেকে মোট ৫ টি আসনে নির্বাচন হবে।

যে সকল সাংসদদের সময়কাল শেষ হবে আগামী এপ্রিলে- ঋতব্রত ব্যানার্জী, যোগেন্দ্রনাথ চৌধুরী, ড. কানোয়ার দীপ সিং মনীষ গুপ্ত ও আহমেদ হাসান। নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে ভোট প্রক্রিয়া ব্যালট পেপারে সম্পন্ন হবে এবং রিটার্নিং অফিসার যে বেগুনি রঙের কলম দেবেন সেই কলমেই ভোট প্রদান করা যাবে।অন্য কোনও ভাবে ভোট প্রদান করা যাবে না।

পশ্চিমবঙ্গ থেকে মোট ৫ টি আসনে নির্বাচন হবে।

যে সকল সাংসদদের সময়কাল শেষ হবে আগামী এপ্রিলে- ঋতব্রত ব্যানার্জী, যোগেন্দ্রনাথ চৌধুরী, ড. কানোয়ার দীপ সিং মনীষ গুপ্ত ও আহমেদ হাসান। নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে ভোট প্রক্রিয়া ব্যালট পেপারে সম্পন্ন হবে এবং রিটার্নিং অফিসার যে বেগুনি রঙের কলম দেবেন সেই কলমেই ভোট প্রদান করা যাবে।অন্য কোনও ভাবে ভোট প্রদান করা যাবে না।

পশ্চিমবঙ্গ থেকে মোট ৫ টি আসনে নির্বাচন হবে।

যে সকল সাংসদদের সময়কাল শেষ হবে আগামী এপ্রিলে- ঋতব্রত ব্যানার্জী, যোগেন্দ্রনাথ চৌধুরী, ড. কানোয়ার দীপ সিং মনীষ গুপ্ত ও আহমেদ হাসান। নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে ভোট প্রক্রিয়া ব্যালট পেপারে সম্পন্ন হবে এবং রিটার্নিং অফিসার যে বেগুনি রঙের কলম দেবেন সেই কলমেই ভোট প্রদান করা যাবে।অন্য কোনও ভাবে ভোট প্রদান করা যাবে না।

1 view