প্রতিমুহূর্তে করোনা কেড়ে নিচ্ছে বহু তাজা প্রাণ। তেমনি এই ভাইরাসের প্রকোপে প্রায় মৃত্যুপুরীর চেহারা নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর পাশাপাশি সংকটজনক অবস্থা ব্রিটেনের। মৃত্যুর মিছিল চলছে সেখানেও। কিন্তু এত চলে যাওয়ার মধ্যেও, লড়াইয়ের সামনের সারির যোদ্ধারাও হারাচ্ছেন জীবন। এইরকম শতাধিক স্বাস্থ্যসেবা কর্মীর মৃত্যু ঘটেছে যুক্তরাজ্যে।
কোভিড ১৯- এর সংক্রামিত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে চিকিৎসক, নার্স, সাফাই কর্মী, প্যারা মেডিক্যাল কর্মী, সামগ্রিকভাবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত বহু মানুষের নাম রয়েছে। সেইরকম কিছু বিশেষ যোদ্ধাদের স্মৃতি চারণ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম স্কাই নিউজ। তাদের প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে কিছু নাম। যাঁদের মৃত্যুর কাছে, লড়াইয়ের পর হেরে যাওয়ার কাহিনী। আমরা তুলে ধরলাম পাঁচটি নাম!
তেমনই, কেটি এবং এমা ডেভিস। তাঁরা দুজনই বোন।কোভিড -১৯ -এর জন্য দুজনেরই পরীক্ষা হয়, পরে আক্রান্ত হন ওঁরা। মারা যান একজন। কিন্তু পরে আরেকজন মারা যান। একে অপরের তিনদিন বাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শিশুদের নার্স, কেটি, গত সপ্তাহের মঙ্গলবার, আমেরিকার সাউদাম্পটন জেনারেল হাসপাতালে মারা গিয়েছিলেন এবং শুক্রবার প্রাক্তন সার্জারি নার্স এমা মারা যান।
আবদুল মানুদ চৌধুরী, চিকিৎসক। যিনি প্রধানমন্ত্রী বরিস জনসনকে, জরুরিভাবে প্রত্যেক এনএইচএস কর্মীকে ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম সরবরাহ করতে বলেন তিনি। একটি ফেসবুক পোস্ট লেখার পাঁচ দিন পরে ডাঃ চৌধুরী মারা যান।
আমোর পাদিলা গ্যাটিনাও। গ্যাটিনাও এমন অনেক ফিলিপিনো নার্সের মধ্যে একজন, যিনি কোভিড-১৯ আক্রান্তদের সেবায় নিয়োজিত থাকার পরে মারা যান। তিনি পশ্চিম লন্ডনের সেন্ট চার্লস হাসপাতালে কর্মরত ছিলেন।
ডাঃ আলফা সাদু। ডাঃ সাদু, কোভিড -১৯ আক্রান্ত হন। কাজ করতে করতেই। কিন্তু এইমাসেই মারা যান। তিনি সম্প্রতি অবসর থেকে কাজ ফিরও এসেছিলেন একবার। কিন্তু হয়নি বাঁচা।
ব্যারি ইংল্যান্ড। মিঃ ইংল্যান্ড, পূর্ব ইংল্যান্ড অ্যাম্বুলেন্স পরিষেবার কাজে যুক্ত ছিলেন। বহু করোনা আক্রান্ত মানুষের জন্য কঠোর পরিশ্রম করতেন। এনএইচএস ট্রাস্টের শীর্ষস্থানীয় অপারেশন ম্যানেজার ছিলেন তিনি। কিন্তু তিনিও মারা যান, করোনা আক্রান্ত হয়েই। তাঁর পরিবার জানায়, তাঁর আকস্মিক মৃত্যুতে তাঁদের হৃদয় ভেঙে গেছে এবং মিঃ ইংল্যান্ড ৩৩ বছরেরও বেশি সময় ধরে অ্যাম্বুলেন্স পরিষেবাতে কাজ করার জন্য অত্যন্ত গর্বিত তাঁরা।
এইরকম শতাধিক লড়াকু সৈনিক, যাঁদের মৃত্যুর কথা জানা গিয়েছে। এমনকি বিশ্বের বহু দেশ, সামগ্রিকভাবে ভারত সহ, বিশেষত এই বাংলাতেও বহু স্বাস্থ্যকর্মী আজ আক্রান্ত। মৃত্যু হয়েছে এক চিকিৎসকের। যা ভাবাচ্ছে গোটা দুনিয়াকে।
__________________________
২৯.০৪.২০২০
PB
_________________________
Cover Picture and News Source: sky News