মৃত্যুমিছিলে আমেরিকা

কোভিড -১৯ পৃথিবীর সর্বস্ব জাঁকিয়ে বসেছে। এর মধ্যে মৃত্যুর পরিসংখ্যানে এগিয়ে আমেরিকা।গত ২৪ ঘন্টায় আমেরিকায় মানুষের মৃত্যুতে রেকর্ড গড়েছে।প্রায় ৪,৫০০ জন মানুষ করোনায় প্রাণ হারিয়েছে। আমেরিকায় এখনো পর্যন্ত ৬,৭৬,৬৭৬ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।চিকিৎসায় সাড়া দিয়ে ৫৬,১২৭জন সুস্থ হয়েছেন।এখনও অবধি ৩৪,৭৮৪ জনের মৃত্যু হয়েছে।

আমেরিকার চেয়ে উত্তর আমেরিকায় সবচেয়ে ভয়াবহ অবস্থা। প্রায় ৭লক্ষ ২০ হাজার মানুষ করোনা আক্রান্ত, এছাড়া কানাডায় প্রায় ৩০হাজার মানুষের করোনা সংক্রমণ পজিটিভ। এর মাঝে মার্কিন প্রেসিডেন্ট মে’র ১থেকে আমেরিকার কিছু স্থানে আংশিক লকডাউন তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। নিউইয়র্কে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে প্রায় ১২ হাজার। আমেরিকার পর মৃত্যুমিছিলে নাম রয়েছে ইউরোপ।গোটা ইউরোপে আক্রান্তের সংখ্যা প্রায় ১০ লক্ষ। ইউরোপে সবচেয়ে বেশী ইতালি,স্পেন,ফ্রান্স,জার্মানিতে করোনায় ক্ষতিগ্রস্ত হয়েছে।ইউরোপ জুড়ে মৃতের সংখ্যা প্রায় ৯২ হাজার। ১৭/০৪/২০২০ রিপোর্ট অর্পিতা বসু চিত্র সূত্র -গুগল