করোনা, করোনা আর করোনা! চারিদিকে সতর্কতার তুলনায় যেন গুজবই রটাচ্ছে বেশি। এর মধ্যে, মুম্বইয়ের মানুষকে আরও সতর্ক, থুড়ি প্রায় ‘আতঙ্কে’র মধ্যেই পড়তে হলো। সেখানকার প্রশাসনের তরফে, জারি করা হল ১৪৪ ধারা। করোনা রুখতে এই পদক্ষেপ বলেই জানা যাচ্ছে। যদিও এই সিদ্ধান্তের পর, জনতার খুব একটা ‘রাগ’ হচ্ছে না। তাঁরা বেশিরভাগই চাইছেন, ‘করোনা’র না উপস্থিত হওয়া।
কিন্তু এর পাশাপাশিই, বরাবর যা রটে তার তো কিছু ঘটেই? এইরকমই রটা আর ঘটার মধ্যেই আশঙ্কার খবর ছড়াচ্ছে অনবরত। ইতিমধ্যেই ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে ঠেকেছে ১০৭-এ। ইতিমধ্যেই, কোভিদ-১৯ করোনা ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ১.১০ হাজারের বেশি। সুস্থ হয়েছেন প্রায় ৭৩ হাজার। ভারতে আক্রান্তের মাত্র ১৭ জন বিদেশি।
এদিকে ভারত, বিশেষত, এই রাজ্যে সংকট মাস্ক আর স্যানিটাইজারে। দোকানে দোকানে ঘুরলেও তা প্রায় অমিল। বেশি দামেও প্রায় অমিল এই দুটি দ্রব্য। অন্যদিকে, রবিবার সকালেই, ভারতের তরফে ফেরানো হয়েছে ইরানে থাকা প্রায় ২৩৪ জন ভারতীয়কে। ইরান ফেরত ১৩১ ছাত্রদের একটি দলকে রাজস্থানের জয়সালমীরের কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়। বাকি ১০৩ জনকে একই রকমভাবে দিল্লিতে রাখা হয়।
এদিকে, একটি সর্বভারতীয় বাংলা বৈদ্যুতিন সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ভারতে থাকা দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দল, দিল্লির থেকে নিরাপদ ভাবছেন কলকাতাকে। তাই তাঁরা, কলকাতায় সোমবার কাটিয়ে, মঙ্গলবার সকালে ফিরতে চান নিজেদের দেশ কিন্তু তাঁদের থাকা নিয়ে খানিকটা জটিলতা তৈরি হয়। ওই সংবা দ মাধ্যমের তরফে আরও জানা যাচ্ছে, ওই ক্রিকেট দলের সদস্যের কলকাতার মতো ঘন জনবসতিপূর্ণ এলাকায় হোটেলে রাখতে আপত্তি রয়েছে রাজ্যের। তাঁদের তুলনায় একটু ফাঁকা জায়গার হোটেলে রাখা হতে পারে । যদি তাঁরা কলকাতা থেকে ফিরতে চান।
এদিকে, শনিবার কেন্দ্রের তরফে করোনা আক্রান্ত দের মৃত্যু হলে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করা হলেও, আজ তা বাতিল করা হয়।
বার একঝলকে দেখে নেওয়া যাক, রবিবার বিকেল পর্যন্ত ভারতে করোনা পরিস্থিতি::
নয়াদিল্লি রেলস্টেশনে বিলি করা হচ্ছে মাস্ক।
তেলেঙ্গানায় বন্ধ হল শিক্ষা প্রতিষ্ঠান, সিনেমা হল।
কোচিতে ২ টাকায় ৫০০০ মাস্ক দু’দিনে বিক্রি হল। সেখানে ‘হ্যান্ড স্যানিটাইজা’র বিক্রি হচ্ছে অতিদামে।
২৮৯ জন যাত্রীকে বিমান থেকে নামানো হল কোচি বিমানবন্দরে। দুবাইগামি বিমানে একজন ব্রিটেনের বাসিন্দা, করোনা আক্রান্ত বলে খবর আসার পরেই, সবযাত্রীকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়।
এক করোনা আক্রান্ত মহিলার বিরুদ্ধে, তথ্য গোপনের অভিযোগে, আগ্রার প্রশাসনের তরফে, এফআইআর করা হয়েছে। যাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি উপসর্গ গোপন করে আগ্রা এসে এই ভাইরাস ছড়াতে সাহায্য করেন।
এদিকে আজই উত্তরাখণ্ড সরকারও, আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ করে দিয়েছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, সিনেমা হল।
মুম্বই পুলিশের তরফে সমস্ত গোষ্ঠীগত ভ্রমনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মহারাষ্ট্রে প্রায় ৩১ জন করোনা আক্রান্ত হয়েছেন। সম্প্রীতি এক মহিলা আক্রান্ত হয়েছেন, যিনি কাজাখাস্তান থেকে ফিরেছেন।
নাগরপুরে বন্ধ প্রায় বেশি লোকের যাতায়াতের প্রায় সব স্থান।
উত্তরপ্রদেশে বোর্ডের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়নি। বলে জানায় প্রশাসন।
অন্ধপ্রদেশে ‘লোকাল বডি’র নির্বাচন, ৬ সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে।
পিছিয়ে যেতে পারে বাংলার পুরনির্বাচন।
আসামের স্কুলে যেকোনও প্রার্থনা আপতত বন্ধ।
আসামে আগামী ২৯ মার্চ পর্যন্ত বন্ধ করা হয়েছে বহু স্কুল।
কেরলে, এক ২১ বছরের করোনা আক্রান্ত যুবক, অনুষ্ঠান, সিনেমা হল, শপিং মলে যান। তাঁর সংযোগে আশা প্রায় ৩৫৫ জনকে শনাক্ত করেছে পুলিশ। ত্রিশুর জেলার এই ব্যক্তির পরিবারের সদস্যেরও রাখা হয়েছে ‘আইনসোলেশনে’।