মাস্ক বানালেন রাষ্ট্রপতি-পত্নী

করোনা ভাইরাস ভারতে বেশ জাঁকিয়ে বসেছে।এইসময় ভারতে সকলের কাছে পর্যাপ্ত মাস্ক নেই,এইরকম সময় দাঁড়িয়ে দিল্লিতে রাষ্ট্রপতির স্ত্রী শবিতা কোভিন্দ নিজের হাতে মাস্ক সেলাই করলেন।তিনি মূলত দিল্লিতে আশ্রয়কেন্দ্রের আশ্রয়হীনদের জন্য এই মাস্ক প্রস্তুত করেছেন।

কোভিড-১৯ এর প্রকোপ দিন দিন সারা বিশ্বে বেড়েই চলেছে।এর হাত থেকে বাঁচতে প্রয়োজন মাস্ক।কিন্তু অনেক গরীব মানুষের কাছে পর্যাপ্ত মাস্ক নেই। তাই এবার গরীবদের জন্য শোভিতা দেবী কাপড় দিয়ে মাস্ক সেলাই করলেন।এই মাস্কগুলো দিল্লি নগরীর শেল্টার ইম্প্রুভমেন্ট বোর্ডের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে দেওয়া হয়েছে।ইতিমধ্যে নিজের তৈরি লাল কাপড়ের মাস্ক পড়ে মাস্ক তৈরি করতে দেখা গেল ফার্স্ট লেডিকে।

করোনার সাথে লড়াই করার জন্য প্রতিটি দেশ কোনো না কোনো ভাবে লড়াই করছে,তাদের মতো শবিতা কোভিন্দ এক নয়া বার্তা দিলেন কাপড়ের মাস্ক সেলাই করে।

রিপোর্ট- অর্পিতাবসু
চিত্রওতথ্য সূত্র – গুগল TOI