মাস্ক না পরে ঘুরছে জনতা! বাজারে জমছে ভিড়, করোনা সামলাতে ‘ব্যর্থ’ রাজ্য, চিঠি স্বরাষ্ট্রমন্ত্রকের

যত কাণ্ড এই বঙ্গেই ! হ্যাঁ, কখনও রাজ্যপাল মুখ্যমন্ত্রী চিঠি আদানপ্রদান, কখনও সব অভিযোগ উগরে দিয়ে কেন্দ্রীয় প্রতিনিধি দলের চিঠি। কখনও বিরোধী দলের সাংসদ নেতাদের চিঠি। অভিযোগে জেরবার রাজ্য। বিভিন্ন দিক থেকে অভিযোগের পাহাড় জমাচ্ছেন বিরোধীরা। এবার সেই আগুনে ঘি দিল, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। রাজ্যের মুখ্য সচিব কে কার্যত কড়া চিঠি লেখা হল স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে।

সামগ্রিকভাবে যেন, পরোক্ষে অভিযোগ করা হল, পশ্চিমবঙ্গ লক ডাউন মানতে প্রায় ব্যর্থ। কর্যতর, জায়গার নাম তুলে, কী কী করতে রাজ্য সঠিক ভূমিকা পালন করতে পারছে না, সেটাও উল্লেখ করা হয়েছে ওই চিঠিতে। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা বুধবার একটি চিঠি পাঠান রাজ্যের মুখ্য সচিব রাজিব সিনহাকে। সেই চিঠিতে মূলত বলা হয়, ১৩.২ শতাংশ বিরাট অংশের মৃত্যুর হার থাকলেও, রাজ্যে পরীক্ষার হার নগন্য। তাঁদের তরফে বলা হয়, এটি প্রমাণ করে খারাপ পর্যবেক্ষণ কে।

এছাড়াও ওই চিঠিতে বলা হয়, কলকাতা ও হাওড়া র মত অঞ্চলের বিভিন্ন জায়গায়, পুলিশ আক্রান্ত হচ্ছে, নিয়ম মানা হচ্ছে না। এই চিঠিতে বলা হয়েছে, স্বাস্থ্যকর্মীরা সমস্যার শিকার হচ্ছেন। বাজারে ভিড় জমছে, কোনও নি য়ম না মেনে , তাঁদের উল্লেখ, এমনকি অনেকেই মাস্ক ছাড়া অবাধে বিচরণ করছেন। উত্তর বঙ্গে পাহাড়ি অঞ্চলে এবার রেশন দেওয়া উচিত বলে মনে করে কেন্দ্রের এই মন্ত্রক। যদিও মন্দিরের প্রপোজ।

________________________________

০৬.০৫.২০২০
নয়াদিল্লি ও কলকাতা