মাস্ক না পড়লে মিলবে না কিছুই! ছবি সহ পোস্টার দিয়ে অভিনব উদ্যোগ জলপাইগুড়ি পুলিশের।

ওড়িশার নবীন পট্টনায়ক সরকার আগেই বলেছিল, নো মাস্ক নো পেট্রোল। কিন্তু মাস্ক না পড়লে, মুখ না ঢাকলে, কোনও জিনিসই কিনতে পারবেন না? এমন ভেবেছেন কি? নাহ্! আপনি না ভাবলেও এটাই সত্যি

সামাজিক দুরত্ব, মাস্ক ব্যাবহার, লকডাউনে গৃহবন্দী অবস্থায় একঘেয়েমি কাটানো সহ করোনা জলপাইগুড়ি তে করোনা মোকাবিলায় অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা রয়েছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি বিশ্বাশ্রয় সরকারের। পাশাপাশি লক ডাউন আইন ভাঙায় প্রচুর মানুষ কে গ্রেফতারও করেছেন তিনি।

এহেন পুলিশ আধিকারিকের শহরে গ্রহনযোগ্যতা অনেক বেশি বলে মনে করছে জলপাইগুড়ি দিন বাজার ব্যাবসায়ী সমিতি মহল। মিটিং ডেকে সিদ্ধান্ত নিয়ে ছাপানো হোলো তার ছবি লাগানো পোস্টার।

শতাব্দী প্রাচীন জলপাইগুড়ি দিন বাজারে গেলে প্রতিটি দোকানের সামনে এখন দেখা যাবে জলপাইগুড়ি আইসি কোতোয়ালি থানা, বিশ্বাশ্রয় সরকারের ছবি সম্বলিত একটি পোস্টার যাতে তার মুখে মাস্ক লাগানো ছবি। আর সেই পোষ্টারে লেখা আছে নো মাস্ক নো সেল।

বাজারের ব্যাবসায়ী অজয় পাল জানান মাস্ক ছাড়া আমরা কাউকে কোনো জিনিস দেবোনা। এটা আমাদের সিদ্ধান্ত।

ব্যাবসায়ী সমিতির এক্সুকেটিভ কমিটির সদস্য সুমিত কুমার বসুর কাছে আমাদের প্রশ্ন ছিলো সচেতনতা পোস্টারে আই সির ছবি ব্যাবহার করলেন কেনো?

উত্তরে তিনি জানান শহরে উনার একটা গুড ইমপ্রেশনস আছে। উনার ছবি দেখলে মানুষ আর একটু মানবে। তাই উনার ছবি ব্যাবহার করা হয়েছে। এবং তাদের আশা আরো ভালো ফল পাওয়া যাবে।

সচেতনতা পোস্টারে তার ছবি ব্যাবহার এনিয়ে অবশ্য কোনো প্রতিক্রিয়া দিতে রাজি হননি বিশ্বাশ্রয় সরকার।

ঘটনায় জলপাইগুড়ি অতিরিক্ত পুলিশ সুপার শ্রীকান্ত জগন্নাথরাও ইলওয়াড জানান এই বিষয়ে তার কিছু জানা নেই। খোঁজ নেবেন।