মানুষেরা বাইরে সুন্দর, পশুরা কেন ঘরে! ‘বন্দি’ ওরাও তো চায়, আপনার মতো ‘মুক্তি’, ভাববেন ওদের কথা?

‘লক্ ডাউন’! কবে যে শেষ হবে! এমন ভেবেই, দিন গুনছেন তাই না? মাত্র ক’দিনেই হাঁপিয়ে উঠেছেন নিশ্চয়! ভাবা যায়, তাও আবার নিজের স্বার্থেই ‘ঘরবন্দি’ থাকতে হচ্ছে।মন উড়ুউড়ু করলেও, সেই বন্দিত্বেই থাকতে হচ্ছে।

যে মোবাইল ফোনটি চালু থাকলেই ভালো লাগতো, সেটিই যেন, মাঝে মাঝে বন্ধ করতে ইচ্ছা করছে! কেমন যেন, ইচ্ছা থাকলেও, বিকেলের চপ-সিঙাড়া, আবার একটু চাউমিন-এগরোল, বাইরে গিয়ে জুটছে না আর! এমনকি, চেষ্টা করেও, সপ্তাহে একদিন অথবা দু’দিন বিরিয়ানি খেতে যাওয়াটাও বন্ধ! কী বাজে সিদ্ধান্ত! সব দোষ সরকারের! এমনটাই ভাবছি কেউ কেউ! আবার না মেনেও এখনও বহাল তবিয়তেই দিন কাটাচ্ছি অনেকেই। তবুও যেন, বিচ্ছিরি, ভালো না লাগার জীবনেই বাস করছি আমরা!

একটা জীবন। থুড়ি একটি বন্দি-জীবনেই পড়ে আছি আসলে। তবুও তো, যাঁরা মানছি, যাঁরা শতকোটির ভালোর জন্য, সবকিছু ত্যাগ করছি, সকলেই ভাবছি, মাত্র তো আর ক’টা দিন, ফের স্বাভাবিক ছন্দে ফিরে যাবই আমরা! ক্রমশ, সব অন্ধকারের বদ্ধ জালেও, আমরায় খুঁজে পাচ্ছি, আলোর, আলোকের মালার। বন্দিত্বের ভালো থাকার অনুভূতি। জীবনের আরও ভালো থাকার অনুভব!

কিন্তু প্রতিনিয়ত লড়াই চলার মধ্যেও, কিছু প্রশ্ন জাগে প্রতিমুহূর্তে! আচ্ছা, কখনও ভেবে দেখেছিলেন, ‘ঘরবন্দি’ থাকাটা কতটা যন্ত্রণাদায়ক? ‘লক ডাউনে’র এই সময়ে, এই যন্ত্রণায়, প্রতিদিন হাড়ে-হাড়ে টের পাচ্ছি না আমরা? কিন্তু জানেন, আমার-আপনার এই সাময়িক চারদেয়ালের অভ্যন্তরের যন্ত্রণা, সেখানে আটকে থাকার কষ্ট, প্রতিদিন টের পায়, আমার-আপনার আশেপাশের ওরা। ওই নিষ্পাপ সরল মুখগুলো! ওই আটকে থাকা প্রাণীগুলো!

সেই নিষ্পাপ প্রাণীগুলোর কথা ভেবেছেন কখনও? যাদের বিনাদোষে, দিনের পর দিন, খাঁচায় বন্দি করে রেখেছি আমরা। মনোরঞ্জনের জন্য, নিজেদের শখ-আহ্লাদ পূরণের জন্য, আটকে রেখেছি। তাই হয়তো, চিড়িয়াখানায় গেলে খাঁচার ভিতর নানা ধরনের পশু-পাখি আমরা বন্দি দেখি৷ তাঁদের দেখে ভীষণ মজাও পাই। একবারও ভাবি না সেখানে আমরা বন্দি থাকলে, আমাদের অনুভূতিটা কেমন হত! তারাও তো দিনগোনে, বন্দিজীবন থেকে নিস্তারের। একটু মুক্ত বাতাসে ঘুরে বেড়ানোর। ওদের প্রিয় জঙ্গলের পথে হাঁটার, গাছের ডালে বসার। কিন্তু, আমরা কী করছি! ওদের আটকে রাখছি। ওদের ভালো থাকার জন্য না, সম্পূর্ণত আমাদের সুখের তাগিদেই!

আমরা মুক্ত হব। কিন্তু আমাদের মনের মুক্তি হবে? শেষ হবে, এই বন্দিজীবন..! তারাও ভাবে, তারাও হয়তো অবলা কণ্ঠেই বলতে থাকে বারবার…! কিন্তু আমাদের আবেদনে সাড়া দেওয়ার লোকের অভাব না থাকলেও, ওদের আছে।

আসলে, প্রকৃতি যতটা সুন্দর ঠিক ততটাই কঠিন। প্রতিটা হিসেব রাখে ছত্রে ছত্রে। সেও প্রতিশোধ নেয় সময় এলে৷ সুদে-আসলে সবকিছু ফেরৎ দেয় বারবার। কে বলতে পারে, এটাও প্রকৃতির প্রতিশোধ না?

লেখা: প্রিয়াঙ্কা বসু

#করোনা_কথা

#পাঠকের_কলমে

Edited By Ramen Das, behalf of www.khoborwalatv.com

©️All rights reserved

Symbolic Picture