ধরিত্রী যখন সৃষ্টির খেলায় মত্ত ঠিক তখনই আবির্ভাব ঘটের মানুষের সমস্ত জীবকুলের। তাই জীবকুলের ও প্রধান দায়িত্ব এই বিশ্বকে সুস্থ রাখা। তার সুস্থতায় আমাদের জীবন স্বচ্ছন্দে ভরে উঠবে, তবেই তো ধরিত্রীর কোলে আমরা পরম শান্তির ঘুম ঘুমাতে পারব। তাই, সেই ধরিত্রী মাতার উদ্দেশ্যে পৃথিবী দিবস পরিবেশ প্রতিরোধের জন্য সমর্থন প্রদর্শনের জন্য ২২ এপ্রিল বিশ্বব্যাপী পালিত একটি বার্ষিক অনুষ্ঠান। যা প্রত্যেক বছর পালন হয়ে থাকে।
সুস্থতার জন্য পরিবেশ এটি শুরু হয় ১৯৭০ সালের ২২ শে এপ্রিল। এখন এটি ১৯৩ টি র ও বেশি নেটওয়ার্ক দ্বারা বিশ্বব্যাপী জনপ্রিয়। ১৯৬৯ সালে ক্যালিফোর্নিয়ার সান্টা বারবারাতে তেল ছড়িয়ে পড়ার বিপর্যয় প্রত্যক্ষ করে উইসকনসিনের তত্কালীন মার্কিন সিনেটর নেলসনের পরে আর্থ ডে প্রতিষ্ঠাতর গেইলর্ড নেলসন একটি জাতীয় দিবসের জন্য পরিবেশের দিকে নজর দেওয়ার জন্য এই ধারণাটি নিয়ে এসেছিলেন। বর্তমান পরিস্থিতিতে বিশ্ব আক্রান্ত কোভিড-১৯ এর গরল সাগরে আমরা কেউ প্রায় ডুবন্ত কেউ মৃত কেউ বা আছে ভেসে । তাই এ বছর এই আর্থডে আরও গুরুত্বপূর্ণ সকল মানবজাতির কাছে। এতদ পরিস্থিতিতে যতক্ষন না ওষুধ আবিষ্কার হয় এ সব বিষ শুষে নিচ্ছে নীলকন্ঠ এর মত ততক্ষণ ধরিত্রী মাতার সুস্থতা নেই।
তাই এ বছরের পৃথিবী দিবস ২০২০ এর থিমটি জলবায়ু কর্ম। ১৯৬৯ সালে সান ফ্রান্সিসকোতে ইউনেস্কোর সম্মেলনে, শান্তিকর্মী জন ম্যাকনেল পৃথিবী এবং শান্তির ধারণাকে সম্মান জানাতে একটি দিন প্রস্তাব করেছিলেন, প্রথমটি উত্তর গোলার্ধে বসন্তের প্রথম দিন, ১৯৭০ সালের ২১ শে মার্চ উদযাপিত হবে। প্রকৃতির এই সরঞ্জামটি পরবর্তীতে ম্যাকনেলের লিখিত একটি ঘোষণায় অনুমোদিত হয়েছিল এবং জাতিসংঘের সেক্রেটারি জেনারেল ইউ থান্ট স্বাক্ষরিত হয়েছিল। এক মাস পরে মার্কিন যুক্তরাষ্ট্রের এক সিনেটর গেইলর্ড নেলসন 22 এপ্রিল, ১৯৭০য়ে দেশব্যাপী পরিবেশগত শিক্ষার ব্যবস্থা করার জন্য এই প্রস্তাবটি প্রস্তাব করেছিলেন। তিনি ডেনিস হেইস নামে এক তরুণ কর্মীকে জাতীয় সমন্বয়কারী হিসাবে নিয়োগ করেছিলেন। নেলসন এবং হেইস ইভেন্টটির নামকরণ করেছেন “আর্থ ডে”। “মাদার আর্থের আন্তর্জাতিক দিবসে, আমরা সকলেই যত্ন ও করুণার প্রাচুর্যের জন্য আমাদের গ্রহের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। আসুন আমরা একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর এবং আরও সমৃদ্ধ গ্রহের দিকে কাজ করার অঙ্গীকার করি। COVID-19 কে পরাস্ত করতে সবার সামনে যারা কাজ করছে তাদের জন্য একটি চিৎকার।
# EarthDay2020 “আর্থ ডে উপলক্ষে নরেন্দ্র মোদী টুইট করে এই বার্তাই প্রদান করেছেন। করোনা মুক্ত হতে ধরিত্রী মাতা কেও মাস্কের মাধ্যমে নিঃশ্বাস নিতে হবে, কোটি কোটি সন্তানের হাত দিয়ে স্যানিটাইজ হতে হবে। ফের পুরো সুস্থ পরিবেশ পেতে বাইরে শ্বাস নিতে গেলে দূরত্ব বজায় রেখে সবুজের সমারোহ নিজের মধ্যে বাঁচিয়ে রাখাই পৃথিবীকে বাঁচিয়ে রাখার মত বড়ো কর্তব্য পালনে সহায়তা করবে।।
২২/০৪/২০২০
শিল্পা চ্যাটার্জী
চিত্র ও তথ্য সূত্র – গুগল