মাথায় এবার করোনা ভাইরাস! সচেতন করতে অভিনব পন্থা অবলম্বন পুলিশের।

করোনা করোনা আর করোনা। এই একটি নামই মাতোয়ারা করেছে বিশ্বকে! আশঙ্কা, আতংক, মৃত্যু, সবটাই প্রত্যক্ষ করাচ্ছে বারবার। যদিও, সমগ্র পৃথিবীর একাধিক দেশে এখনও পর্যন্ত আক্রান্ত দেড়লাখের বেশি মানুষ। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কমপক্ষে মৃত্যু ২৪ হাজারের বেশি মানুষের। ভারতেও কমপক্ষে আক্রান্ত প্রায় ১০৫০ জন। রবিবার পর্যন্ত পশ্চিমবঙ্গে আক্রান্ত ২১! ১৯৮ জন আক্রান্ত শুধু কেরলে! এরাজ্যে মৃত্যু হয়েছে ১ জনের।

এই পরিস্থিতির মধ্যেই অভিনব উদ্যোগ নিতে দেখা গেল পুলিশ, প্রশাসনকে। দক্ষিণ ভারতের তামিলনাড়ুর চেন্নাই শহরে, দেখা পাওয়া গেল এই উদ্যোগ। করোনা ভাইরাস মাথায় করে নিয়েই, ট্রাফিক সামলাচ্ছেন পুলিশ আধিকারিকরা! হ্যাঁ! করোনা ভাইরাসের মতো দেখতে হেলমেট পরেই ট্রাফিক সামলাতে দেখা গেল চেন্নাই পুলিশকে। ওই অবস্থাতেই মানুষকে বোঝানো, ঘরে থাকতে অনুরোধও চলল জোর কদমে। এমনকি, বাজারে গিয়েও ওই হেলমেট পরেই সচেতনতা প্রচার করল পুলিশ! যে অভিনব উদ্যোগ দেখে তাজ্জব বনে গিয়েছে দেশ! ‘লক্ ডাউনে’র আবহেও, পুলিশের এই কৌশল নজর কেড়েছে দেশবাসীর। নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছেন চেন্নাই পুলিশ!

সর্বভারতীয় একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এই ভাবনা মূলত করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা প্রসার করার জন্য। যদিও, এতকিছুর পরেও মানুষ বাইরে যাচ্ছেন, সেখানে দাঁড়িয়ে একটু ভয় দেখানোর কৌশল বলেও মনে করছেন কেউ কেউ!

এক সংবাদমাধ্যমে পুলিশকর্মী জানান, মানুষকে সচেতন বকরা, বোঝানো হচ্ছে, এদিকে বাচ্চারাও ভয় পাচ্ছে এটা দেখে, তারা বাড়ি থেকে বেরোতে চাইবে না। সবমিলিয়ে এই ভাবনা বেশ কাজে লেগেছে চেন্নাইয়ের রাস্তাঘাটে। এই হেলমেট তৈরি করেছেন চেন্নাইয়ের বাসিন্দা গৌতম। যাঁর এই কাজ বেশ নাম করেছে বিশ্বজুড়ে।

সমস্ত ছবি সৌজন্যে: টুইটার