মাঠেই অনুষ্কার নামে জয়ধ্বনি, ভারতের হারের পর নজিরবিহীন মুহূর্ত হ্যামিল্টনে।

হ্যামিলটন: একদিনের সিরিজের শুরুতেই চোট পিয়েছে ভারতীয় দল। ৫-০ তে টি ২০ সিরিজে জেতার পরই প্রথম দিনেই বিমর্ষ হ য় তাঁরা। কিন্তু এই হারের প্যাভিলিয়নে ফেরার সময় ঘটল বিপত্তি! বিরাট কোহলি র স্ত্রীকে নিয়ে স্লোগান উঠল গ্যালারি থেকে। টুইটারে পোস্ট হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, কিছু দর্শক ভারতীয় দল ফেরার সময় ‌‌চিৎকরা করছেন, তাঁরা বলছেন, ‘অনুষ্কা ভাবি জিন্দাবাদ।’

মজার ছলে বিষয়টি অনেকে নিলেও, বেশিরভাগই প্রশ্ন তুলছেন ওই দর্শকদের মানসিকতা নিয়ে। একজন মহিলাকে অপমান করে, পরোক্ষে ভারতীর হারের দায় তাঁর উপর বারবার চাপিয়ে দিয়ে, আদতে তাঁরা ভালো করলেন কিনা? তা নিয়েও প্রশ্ন তুলছেন তাঁরা। যদিও এই বিষয়ে কোনও মন্তব্য করেননি, অনুষ্কা শর্মা বা বিরাট কোহলি’র কেউই।

প্রসঙ্গত, ৩৪৮ রানের টার্গেট তাড়া করে ভারতের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছে নিউজিল্যান্ড।

সেই ভিডিওর লিংক: https://twitter.com/sassy_me22/status/1225138486098845696?s=19

০৮.০২.২০২০, রাত: ১.১৭ মি.

12 views