মহারাষ্ট্রে বাড়তে পারে করোনা আক্রান্তের সংখ্যা

করোনা র মারণ গ্রাসে ভারাক্রান্ত দেশ। একদিনে রাষ্ট্রে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩,০৭৭। এক ধাক্কায় ভারতে করোনা গত দিনের তুলনায় ৮.২% হারে বৃদ্ধি পেয়েছে রাজ্যের নতুন রিপোর্ট অনুযায়ী। ১৭৭৫ টি নতুন কেস এর একদিনেই উত্থান ঘটেছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সর্বশেষ রিপোর্টে জানা গেছে, ৪,৭৪৯ টি কেস রয়েছে যেখানে রোগী নিরাময় হয়েছে, ৭১৫ জন মারা গেছেন করোনা ভাইরাস এর কারণে এবং এখনও অব্দি ১৭,৬১০ টা কেস এখন ও রয়েছে।

এখনো পর্যন্ত মহারাষ্ট্রে ক্ষতির পরিমাণ সবথেকে বেশি, করোনা কাণ্ডে পজিটিভ হয়েছে ৭৭৪৮ জন। এবং মুম্বাই তে কোভিড-১৯ এ যারা মাঝারি থেকে ভয়নক ভাবে আক্রান্ত তাদের জন্য ৩০০০ বিছানা দেওয়ার কথাও হয়েছে। যার পরিমাণ ৫ শতাংশ। এরই মধ্যে বি এম সি পরিচালিত জি টি হাসপাতালে ৬০০০ বেডের টেক ওভার ও অন্তর্ভুক্ত করা হয়েছে। হাসপাতাল গুলো যদি একটি কমান্ডের অধীনে কাজ করে তাহলে এই রোগ প্রতিরোধ করা সমর্থ হবে। রাজ্য সরকার এতে সহায়তা ও করবে এবং পর্যাপ্ত অক্সিজেন ও ভেন্টিলেটর ও দেওয়া হয়েছে বলে জানা গেছে সূত্র মারফত।

২৪/০৪/২০২০
শিল্পা চ্যাটার্জী
চিত্রসূত্র- গুগল