মহামারী জাত-ধর্ম বিচার করে না, বন্যার জলের মতোই ঢুকতে পারে ঘরে: মমতা

‘আলোচনা করার পর লক্ ডাউনের বিষয়ে বলতে পারি, কিন্তু আলোচনার আগে কিছু বলব না। যদি বাড়ানো হয়, সেটা যেন মানবিকভাবে দেখি, সবাইকে মানতে হবে, কড়াকড়ি করব কিন্তু বাড়াবাড়ি যেন না করি ‘, এভাবেই ‘লক্ ডাউনে’র মেয়াদ নিয়ে, নবান্ন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকের মাধ্যমে মুখ্যমন্ত্রী মূলত জানান, বাজারে গেলেও সামাজিক দূরত্ব বজায় রাখুন, বাইরে গেলে মাস্ক ব্যবহার করুন। এছাড়াও মানুষকে নিয়ম মেনে চলতেও আহ্বান জানান তিনি। রাজ্যে ৭১ জন আক্রান্ত, তারমধ্যে এগারোটি পরিবারেরই ৬১ জন আক্রান্ত বলেও জানান মুখ্যমন্ত্রী। অনেকেই সুস্থ হয়েছেন বলেও জানান তিনি। রাজ্যে মৃত্যু হয়েছে ৫ জনের।

এদিনি, সরকারের তরফে জানানো হয়, তিনটি

‘টাস্ক ফোর্স’ গঠন করা হয়েছে। যাঁরা কাজ করবেন করোনা মোকাবিলা করতে। বিভিন্ন বিষয়ে তাঁরা দেখবেন। বৃহস্পতিবার একটি চিকিৎসকের দল যাবেন, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে, পরিদর্শনের পর তাঁরা রিপোর্ট দেবেন সরকারকে।

প্রসঙ্গত, দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে কমপক্ষে ৫,১০৯ হয়েছে। সুস্থ ৪০২ জন হলেও, মারা গিয়েছেন ১৪৯ জন। সুস্থতা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, আজই বেলেঘাটা আইডি হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন ৩ জন। মোট ৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সবমিলিয়ে।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, নিজামউদ্দিন দিয়ে কেন্দ্র অনুমতি কেন দিল? রাজনৈতিক বিতর্ক যাব না। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রক দেখভাল করে এই বিষয়ে, তাঁরা অনুমতি কেন দেন, সেই বিষয়ে প্রশ্ন তোলেন তিনি। জানান, এখনও পর্যন্ত, ১০০ এর বেশি নিজামউদ্দিন ফেরত বিদেশি ও রাজ্যের ৬৯ জন সহ, এই সংক্রান্ত প্রায় ২০০ জনকে কোয়ারেন্টইন হয়েছে। সঠিক তথ্য না জেনে, খবর থেকেও বিরত থাকতে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার, রাজ্যের শিল্প সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করবেন বলেও জানান তিনি।

০৮.০৪.২০২০

কলকাতা