মহাকাশে নতুন পৃথিবী!

পৃথিবী যখন করোনা গ্রাসে ক্লান্ত তখন হঠাৎই ঘোষণা নতুন পৃথিবী আগমনের। ডাক্তাররা যেমন অবিচল তাঁদের কর্তব্য ঠিক তেমনি বিজ্ঞান তাদের নতুন হদিশে এই সময় কিছুটা খুশির মুহুর্ত উপহার দিল মানুষকে। অবিকল পৃথিবীর মত একই রকম দেখতে বলেই জানাচ্ছে নাসা। নাসার স্পেস টেলিস্কোপের মাধ্যমে ধরা পড়েছে এই গ্রহের। নাসার সাইন্স মিশনের ডাইরেক্টর অ্যাসোসিয়েটস অ্যাডমিনিস্ট্রেটর থমাস জারবিউকেন বলেন, ” তারাদের ভিড়ে লুকিয়ে আছে নতুন পৃথিবী।” পৃথিবী ৩০০ আলোকবর্ষ দূরে আছে বলে জানা গিয়েছে। নাসা থেকে এও বলছে, সব থেকে বেশি মিল এই গ্রহের সাথে পৃথিবীর। তবে এটি পৃথিবীর থেকে ১.০৬ গুন বড়ো এবং পৃথিবী তে যতটা আলো পৌঁছায় নতুন গ্রহে তার ৭৫ ভাগ পৌঁছায়। ২০১৮ সাল থেকে টেলিস্কোপটি কাজ করছে কিন্তু এতদিন পর ২০২০ তে নতুন গ্রহের হদিশ মিলল। তাঁরা আরও বলেন যে, এর আগেও তারা এরকম আভাস অর্থাৎ ছবি পেয়েছিলেন, সন্দেহ ছিল বলে খতিয়ে এবার নিশ্চিত করেন এটি নতুন গ্রহ। ANI এর রিপোর্ট অনুযায়ী, ট্রেনিং নিতে আসা ১৭ বছর বয়সি কুকিয়ার প্রথম এটি পর্যবেক্ষণ করে যে সূর্যকে কেন্দ্র করে দুটি একই গ্রহ ঘুরছে। সেই এই খবর সংস্থাকে দেয়। তাই এই আবিষ্কারে ওই ছেলেটির ও কৃতিত্ব ও অবশ্যম্ভাবী যা স্বীকার করছেন নাসা কর্তৃপক্ষ।

১৯/০৪/২০২০ শিল্পা চ্যাটার্জী

চিত্র সূত্র- গুগল