মমতার ‘স্নেহের পরশে’ই টাকা ভিনরাজ্যে আটকে থাকা শ্রমিকদের। সোমবার থেকে অনলাইনে আবেদনের ব্যবস্থা।

লকডাউনের জেরে বাড়ি ফিরতে পারেননি তাঁরা। এবার পশ্চিমবঙ্গের বাসিন্দা ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার। ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের যাতে টাকার অভাবে সমস্যায় পড়তে নাহয় তাই উদ্যোগী হল সরকার। শুক্রবার নবান্নে ভিডিও কনফারেন্স বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষনা করেন ‘স্নেহের পরশ’ নামের প্রকল্পের মাধ্যমে ভিনরাজ্যের শ্রমিকদের এককালীন ১০০০ টাকা করে দেওয়া হবে। এই টাকা অনলাইনের মাধ্যমে তাঁদের ব্যাংকের একাউন্টে পাঠানো হবে বলে জানান মুখ্যমন্ত্রী। সোমবার থেকেই এই প্রকল্পের কাজ শুরুর কথা ঘোষনা করেন তিনি। অনলাইনে আবেদন করতে পারবেন তাঁরা।

প্রসঙ্গত, ভিনরাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের নূন্যতম মৌলিক অধিকার যাতে বজায় রাখা যায়, সে ব্যাপারে রাজ্য সরকারকে দৃষ্টি নিক্ষেপ করতে একাধিকবার বিভিন্ন ক্ষেত্র থেকে আবেদন করা হয়। সেই আবেদনে সাড়া দিয়েই এই সিদ্ধান্ত বলে জানান মুখ্যমন্ত্রী। এর আগেও ভিনরাজ্যে আটকে পড়া শ্রমিকদের যাতে অসুবিধা না হয় তার জন্যে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি লিখে আবেদন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সরাসরি শ্রমিকদের টাকা পাঠিয়ে ফের মানবিকতার নজির রাখলেন বাংলার মুখ্যমন্ত্রী।

এর পাশাপাশি, একশো দিনের শ্রমিকদের কাজে লাগিয়ে, রেশন দ্রব্য প্যাকেট করে বিতরণ, বাজারে ভিড় বন্ধ রুখতে সশস্ত্র পুলিশবাহিনী মোতায়েন, সরকার স্বীকৃত সাংবাদিকদের জন্য ১০ লক্ষ টাকার বিমার আওতাভূক্ত করা। আগেই ঘোষিত এই বিমার মেয়াদ ৩১ মে পর্যন্ত বাড়ানোর কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এদিন রেশন ব্যবস্থা নিয়ে কড়া বার্তার পাশাপাশি, জেলা প্রশাসনকে নির্দেশ দেন, কেউ যেন অভূক্ত না থাকেন।

১৭.০৪.২০২০

কলকাতা

স্বাতী সেনাপতি

এডিটেড