মমতার অনুপ্রেরণায় ‘ঝড় থেমে যাবে একদিন’, ঘরে থেকেই পাশে থাকার, সিনেমা-বার্তা টলিউডের।

“ঝড় থেমে যাবে একদিন, সেদিন ঝরাপাতা খুঁজে নিও..”! দিন যায় রাত হয়, ঝড় থামেনা আর! জীবনের প্রতিটি মুহূর্তেই কড়া নাড়ে এক আকস্মিক শত্রু। এখন সমাজের সব ‘অবনী’কে খুঁজে পাওয়া যায় প্রতিমুহূর্তে। একবারও ঘরে নাথাকা হন না তাঁরা। চূড়ান্ত অনিশ্চিয়তা আর হতাশায় বন্দি হন প্রতিনিয়ত। তবুও থামে না ঝড়! একটির পর একটি হাহাকারে আকাশ বাতাস কাঁপিয়ে দিতে থাকে একটাই সন্ত্রাস, একটাই ভালো নাথাকা। কিন্তু এই সময়ে জাতি, ধর্ম, রাজনীতি, অনেক যোজন দূরে সরিয়ে, একে অন্যের পাশে না থেকে ভালো থাকা যায়? শারীরিক না হলেও, মানসিক পাশে দাঁড়ানো বন্ধ করা যায়? অধিকাংশ ভারতীয়ই বলবেন, না! বিপদের দিনে যেভাবেই হোক, সকলে সকলের পাশে থাকাটাই মনুষ্যত্ব!

এবার, সেটাই মনে করলেন টলিউডের একঝাঁক তারকা। ‘অনেকটা পথ হাঁটার পরেও মানুষ চেনা না গেলেও, ঝড় থেমে যাবে একদিন’, এই বাসনাতেই একজোট হলেন মানসিকভাবেই। নিজেদের বাড়ি থেকেই চলচ্চিত্রের মাধ্যমে তুলে ধরলেন পাশেথাকার বার্তা

পরিচালক অরিন্দম শীলের পরিচালনায় তৈরি হয়েছে ‘ঝড় থেমে যাবে একদিন’। সম্পূর্ণ ভাবনায় রয়েছেন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সিনেমাটিতে ব্যবহার করা গানের কথাও লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। বিক্রম ঘোষের সুর, কবীর সুমনের কণ্ঠে, পাশেথাকার বার্তা এসেছে সিনেমাতে।

মাত্র ১২.৫৪ সেকেন্ডের ছবিতে, কে নেই! পদ্মনাভ দাশগুপ্তের তৈরি সংলাপে অভিনয় করেছেন, পরান বন্দ্যোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, কোয়েল মল্লিক, আবির চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, নুসরাত জাহান জৈন, শুভশ্রী চক্রবর্তী, রুক্মিণী মৈত্র। বিশেষ ভূমিকায় দেখা গিয়েছে, শ্বাশ্বত চট্টোপাধ্যায়, জিৎ, দেব, প্রিয়াঙ্কা সরকার।

এই ছোট চলচ্চিত্রে বলা হয়েছে, মূলত, এক একাকি কন্যা অর্থাৎ রুক্মিণী থাকেন কলকাতায়। অসুস্থ বাবা (পরান বন্দ্যোপাধ্যায়) রয়েছেন বাঁকুড়া। তিনি অসুস্থ। ওষুধ নেই। এদিকে চলছে লকডাউন। অসহায় মেয়েটির পাশে দাঁড়ান তাঁর প্রতিবেশীরা। খাবার পৌঁছে দেওয়া থেকে গাড়ির ব্যবস্থা, তাঁর পৌঁছনো, তাঁর বাবার চিকিৎসার বন্দোবস্ত করা। কলকাতা পুলিশের সাহায্যে সবটা করার বিষয়টিই মূলত দেখানো হয়েছে এখানে। এমনকি বৃদ্ধ মানুষদের জন্যেও সাহায্যের প্রসঙ্গ এসেছে,

এই ছোট সিনেমাতে। একটিই গানের ব্যবহার।

যা, একদম শেষে ব্যবহার করা হয়েছে।

বলিউডের মতো, এই ছবিটিও বাড়িতে বসেই অভিনীত হয়েছে। দুই ছবিতেই রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। একই চরিত্র-নাম, সাদামাটা উপস্থাপনের মাধ্যমে, এই ছবি বার্তা দিয়েছে সাধারণ মানুষের জন্য। এমনকি, এই সিনেমা থেকে আয় করা সব টাকা দেওয়া হবে, বাংলার সিনেমা শিল্পের সঙ্গে যুক্ত কর্মীদের। এমনটাও জানিয়েছেন অভিনেতারাই।

বলিউডের পর, বাড়ি থাকার বার্তা, পাশে থাকার বার্তা দিয়ে এইরকম উদ্যোগ, ইতিমধ্যেই সাড়া ফেলেছে। মানুষের পাশে থাকার বার্তার প্রকাশের এমন অভিনব উদ্যোগ, নজর কাড়ছে বিশ্বের‌ও!

________________________________

ওই সিনেমার লিঙ্ক-

Jhhar Themey Jabe Ekdin | Mamata Banerjee | Arindam Sil

বাড়িতে থেকে আমরা এভাবেই একে অপরের জন্য লড়ে গেলে সত্যিই " ঝড় থেমে যাবে একদিন "We are proud to present, #JhharThemeyJabeEkdin, conceptualised by Hon’ble CM of West Bengal, Mamata Banerjee, and directed by Arindam Sil, the short film is a coronavirus awareness initiative by the stars of Bengali film industry. The other objective is to raise funds for the junior technicians and workers in the industry. *Youtube Link*: https://bit.ly/JhharThemeyJabeEkdinConcept & Song Lyrics : Mamata BanerjeeDirector : Arindam SilMusic : Bickram GhoshSong Composed & Sung by : কবীর সুমন Kabir SumanScript & Dialogues : #PadmanabhaDasgupta & Arindam SilEditor : Sanglap Bhowmik

Posted by Mimi Chakraborty on Tuesday, April 14, 2020

__________________________________

কলকাতা, ১ লা বৈশাখ, ১৪২৭

(১৪.০৪.২০২০)

by RD