“পাঁচবছর ধরে আমি এই শোয়ের সঙ্গে জড়িত। দেশজুড়ে মানুষের মনোরঞ্জনে সহায়ক হই, এই শোয়ের মাধ্যমে, কিন্তু এই দুই সপ্তাহ ধরে যা চলছে সেটা…” বেশকিছুদিন যাবৎ নিজেকে নিয়ে চরম বিতর্কের পর, অবশেষে আক্ষেপ উগরে দিলেন অভিনেত্রী নেহা ধুপিয়া। অভিনেত্রী না, নেহা ধুপিয়ার বিশ্বজোড়া পরিচিতি বেড়েছে বেসরকারি একটি বিনোদন চ্যানেলের, ‘রোডিস’ নামে একটি জনপ্রিয় রিয়ালিটি শো এর মাধ্যমে, এমনই বলেন একটা বিরাট অংশের জনতা।
এই নেহাকে নিয়েই বরাবর বিতর্ক ছিল। শো- এর ফরম্যাটে তাঁর মন্তব্য, অতিরিক্ত ‘অ্যাগ্রেসিভ’ ভাবভঙ্গি নিয়ে, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বিতর্ক শুরু হত মাঝে মধ্যে। কিন্ত এবার যা ঘটল, তা সবকিছুকেই ছাড়িয়ে যায়। চূড়ান্ত পর্যায়ে ট্রোল, মিমে ছেয়ে যায় সোশ্যাল মিডিয়া। নেহা-ময় হয়ে ওঠে সর্বত্র। অধিকাংশই, নেহার মন্তব্যের সমালোচনা করতে থাকেন।
কিন্তু কেন? এতদিনে প্রায় সকলে জেনে গেলেও, আদতে যা ঘটেছিল তা হল; ওই শোয়ের সম্প্রচারিত একটি এপিসোডে দেখা যায়, একজন পুরুষ প্রতিযোগী বলছেন, তাঁর এককালের প্রেমিকা তাঁকে ঠকাচ্ছিলেন, অন্য পাঁচজন পুরুষকে সঙ্গে নিয়ে। অর্থাৎ তাঁর বহুবিধ সম্পর্ক ছিল। তারপর ওই প্রতিযোগী বলেন, তিনি তাঁর প্রেমিকাকে চড় মারেন। এরপরই ক্ষিপ্ত হন নেহা, ‘এটা ওই মেয়েটির ব্যক্তিগত পছন্দ’ বলে, ছেলেটির ওপর দোষারোপ করে, সরব হন তিনি।
এরপরই শুরু হয় বিতর্ক। ওই শো’য়ে নেহার একটি মেয়েকে বলা মন্তব্যকে টেনে, তাঁর সমালোচনায় সরব হন নেটিজেনের বিরাট অংশ। ‘ফেক নারীবাদী’ থেকে শুরু করে বিভিন্ন রকম অভিধায় ভূষিত করা হয়, ওই শোয়ের একমাত্র মহিলা ‘জাজ’কে।
একপ্রকার ট্রোল, মিমে ট্রেন্ড হন নেহা ধুপিয়া। তাঁর একটু বেশি ‘দেখনদারি’র সমালোচনায় সরব হন ওই বিরাট অংশ। কেউ কেউ সবটাই সাজানো বলে, খুঁজে বের করেন ‘করণ’ নামক ওই ছেলেটিকে।
এবার আর চুপ করে নন, খানিকটা নিজের হয়ে নিজেই সওয়াল করে, ইনস্টাগ্রাম পোস্টে তিনি লেখেন, “আমি চুপ ছিলাম। কিন্তু এখন আমার পরিবার, বন্ধু, সহকর্মী, এমনকি আমার বাবার হোয়াটসঅ্যাপে এটা ছড়াচ্ছে। একজন প্রাপ্তবয়স্ক ছেলে বা মেয়ে কী করবেন, সেটা তাঁদের ব্যক্তিগত পছন্দ। কিন্তু শারীরিক হেনস্থা মানা যায় না। সাবালকত্ব একান্তই মানবিক পছন্দ। এটা খুব অপ্রত্যাশিত যে আমাকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে, মহিলা নিরাপত্তার জন্য কি করতে পারি। আপনারা শিক্ষিত হন, পারিবারিক হিংসা রুখতে সরব হন। নিজের জন্য প্রতিবাদ করুন। একা নন আপনারা।”
এখন দেখার, নেহার এই মন্তব্য, জল ঢালে ‘ট্রোলে’র আগুনে, নাকি তাতে আবার ঘিয়ে’র প্রলেপ দিতে সক্ষম হয়।
১৫.০৩.২০২০