‘ভাষণ নয় রেশন চাই,’ বিভিন্ন লাইন লেখা প্ল্যাকার্ড সহ ছবি শেয়ার সিপিএম নেতা সূর্যকান্তের।

গুজব ছড়াচ্ছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে, একথাও যেমন অনেকক্ষেত্রেই সত্য, ঠিক বিপরীতভাবে ই, ভালো খবর, সচেতনতার প্রচারের কলরব উঠছে এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমেই। গান, গল্প, কবিতা কিম্বা অন্য কিছু! বিভিন্নভাবেই, অভিনব পন্থার চিত্রও পরিলক্ষিত হচ্ছে বারবার। এমনই একটি ছবি দেখা যাচ্ছে, যেখানে, ‘যদি বেঁচে থাকি..’ এইরকম বিভিন্ন শব্দ লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে ছবি দিচ্ছেন বহু মানুষ। দারুণ সাড়া ফেলছে এই নতুন ‘ট্রেন্ড’।

এবার, এই ট্রেন্ডের মতোই অনেকটা একইরকম পদ্ধতিই যেন গ্রহণ করল বামেরা। রাজ্যের বামপন্থী বিভিন্ন সংগঠনের নামে প্ল্যাকার্ড লিখে ছবি পোস্ট হতে শুরু হয়েছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। এমনকি, এই ধরনের প্ল্যাকার্ড হাতে নিয়ে বিভিন্ন মানুষের ছবি পোস্ট করেছেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। তাঁর টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে এই ছবি।

মূলত, সরকারের বিরুদ্ধে অভিযোগ এবং সরকারের কাছে নানান দাবিগুলো উঠে এসেছে এই সমস্ত প্ল্যাকার্ড সহ ছবিতে। কখনও বলা হচ্ছে, ‘সকল মানুষকে সঠিক পরিমাণ রেশন দিতে হবে’, কখনও আবার ‘চিকিৎসক নার্স স্বাস্থ্য কর্মীদের প্রয়োজনীয় নিরাপত্তা দিতে হবে’। আবার ‘ভাষণ নয় রেশন চাই,’ ‘সব গরিব মানুষকে মাসিক বিনামূল্যে ৩৫ কেজি চাল দিতে হবে,’ এমন কিছু লাইন , যা মূলত রাজ্যের বিরুদ্ধে আগেই অভিযোগ করেছেন বামেরা।

অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলোর তরফেও এমন দাবি এবং অভিযোগ করা হয়েছে। তবে বামেদের পক্ষে, এই অভিনব পন্থায়, নির্দিষ্ট দাবির প্রচার, বেশ নজর কেড়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশও। যদিও, এই দাবিকে কোনোভাবেই গ্রহণযোগ্য বলে মনে করছেন না, শাসক দলের নেতারা।

ছবি সৌজন্যে: সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র। (টুইটার অ্যাকাউন্ট)