ভাইরাস আতঙ্ক এবার ভারতের আকাশেও! ভিসার সঙ্গে, আংশিক স্থগিত, এয়ার ইন্ডিয়ার বিমান পরিষেবাও।

নয়াদিল্লি: গত বুধবার রাতে জাতীয় ক্যারিয়ার এয়ার ইন্ডিয়া রোম, মিলান এবং সিওলে তাদের বিমান পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখবেন বলে ঘোষণা করেছেন।এপ্রিলের ১৫ তারিখ পর্যন্ত রাজনৈতিক ও কর্মসংস্থানের বিভাগ বাদে সরকারের তরফ থেকে সকল ভিসা স্থগিত রাখার সিদ্ধান্ত নিলেন।

১৫ ই মার্চ থেকে ২৫ শে মার্চ ভারত থেকে রোমের (ইতালি) পরিষেবা বন্ধ থাকলেও দক্ষিণ কোরিয়ার মিলান (ইতালি) এবং সিউলে যাওয়ার বিমান চলাচল ১৪ ই মার্চ থেকে ২৮ শে মার্চের মধ্যে স্থগিত থাকবে, বলে একটি এয়ারলাইন্সের কর্মকর্তা এক সংবাদমাধ্যমে জানিয়েছেন।

হঠাৎ এয়ার ইন্ডিয়া পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নিল কেন? সংশ্লিষ্ট মহলের একাংশের মতে, করোনা ভাইরাস এর জেরেই, মূলত, করোনা ভাইরাস ছড়িয়ে পড়া রোধ করার জন্য এই সিদ্ধান্ত।

এদিকে, কূটনৈতিক, কর্মসংস্থান সিঃ, কয়েকটি বিভাগ বাদে ভারত সরকার সব ভিসা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।

ওই সংবাদমাধ্যম সূত্রে আরও জানা গিয়েছে, কূটনৈতিক, কর্মকর্তা, জাতিসংঘ, আন্তর্জাতিক সংস্থা, কর্মসংস্থান এবং প্রকল্পের ভিসা ছাড়া সকল বিদ্যমান ভিসা এপ্রিলের ২০২০ অবধি স্থগিত রাখা হয়েছে। এটি মার্চ মাসের ১৩ থকে ১২০০ জিএমটি (সময়) থেকে কার্যকর করা হবে। এর পাশাপাশি অফিশিয়াল নোটিসে বলা হয়েছে, ১৫ ফেব্রুয়ারির পরে চীন, ইতালি, ইরান, প্রজাতন্ত্র কোরিয়া, ফ্রান্স, স্পেন এবং জার্মানি থেকে আগত বা আসা ভারতীয় নাগরিকসহ সমস্ত আগত যাত্রীদের ন্যূনতম ১৪ দিনের জন্য যাতায়াতের ব্যবস্থা বিচ্ছিন্ন থাকবে।

বুধবার ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক (আইজিআই) বিমানবন্দরে অবতরণ করা, মিলান থেকে নয়াদিল্লির উদ্দেশ্যে এয়ার ইন্ডিয়ার একটি বিমানের যাত্রীদের চলমানতা প্রতিরোধ ব্যবস্থার অংশ হিসাবে, ব্যবস্থা করা হয়েছিল। এছাড়া এয়ার ইন্ডিয়ার এক কর্মকর্তা জানাচ্ছেন বিমানের অপারেটিং ক্রু ১৪ দিনের জন্য স্ব-বিচ্ছিন্ন করা হয়েছে।

করোনা ভাইরাস রোধের জন্য এয়ার ইন্ডোয়ার এই সিদ্ধান্তে যাত্রীদুর্ভোগ খুব শীঘ্রই বাড়তে চলেছে বলে মত সংশ্লিষ্ট মহলের।

১২.০৩.২০২০

রিপোর্ট: অর্পিতা বসু

ছবি সৌজন্যে: টুইটার

এডিটেড কপি