ভাইরাস আতঙ্কের মধ্যেই, এবার ভারতেই জন্ম নিল, নতুন করোনা আর কোভিদ !

দেশজুড়ে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে আড়াই হাজারের বেশি। আর বিশ্বে তা ১০ লক্ষ! সমগ্র বিশ্বের ৫০ হাজার মানুষের প্রাণ নিয়েছে, কোভিদ- ১৯ ! ভারতের মতো পৃথিবীর একাধিক দেশকে স্তব্ধ করেছে নিমেষেই। এখন, সবার প্রার্থনা, এই শত্রুর গমনের জন্য। সকলেই চাইছে এর থেকে নিস্তার। চিন থেকে শুরু হওয়া এই আতঙ্কের থেকে মুক্তি চাইছে বিশ্ব। কিন্তু শুনলে একটু অবাকই হতে হবেই! সকলে মুক্তি চাইলেও, ভারতের ছত্তিশগড়ে নতুন করে আগমন ঘটেছে করোনা এবং কোভিদের!

প্রতীকী চিত্র

হ্যাঁ! একেবারে সত্যি। এই রাজ্যের রাজধানী রায়পুরে এসেছে করোনা আর কোভিদ। যাদের দেখে ভয় বা সামাজিক দুরত্ব তো দূর, তাদের দেখতেই ভিড় জমছে হাসপাতালে। এক ধাক্কায়, খবরের শিরোনামে উঠে এসেছে, রায়পুরের বি আর আম্বেদকর হাসপাতালের নাম। সেখানেই ২৭ মার্চ এসে হাজির করোনা আর কোভিদ!

প্রতীকী চিত্র

এবার একটু খোলাসা করে বলি। সর্বভারতীয় একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ছত্তিশগড়ের রায়পুরের পুরনো বস্তি এলাকার বাসিন্দা প্রীতি বর্মা, রায়পুরের বিআর আম্বেদকর মেমোরিয়াল হাসপাতালে, গত ২৭ মার্চ ভোরে জন্ম দিয়েছেন যমজ সন্তানের। একটি ছেলে ও একটি মেয়ের জন্ম দিয়েছেন এই যুবতী। তাৎপর্যপূর্ণ ভাবে, এই দুই সন্তানের তাঁরা নাম দিয়েছেন, করোনা এবং কোভিদ। মেয়েটির নাম রাখা হয়েছে করোনা, আর ছেলেটির নাম রাখা হয়েছে কোভিদ। যে নাম শুনে বিস্মিত গোটা এলাকা। অন্য রোগীদের পরিজন থেকে, চিকিৎসা কর্মীরা, এই দুই ‘সেলেব’কে না দেখে ছাড়ছেন না কেউ! এক রত্তি দুই ভাইবোন কিছু বোঝার আগেই হয়ে গিয়েছে একেবারে সেলিব্রিটি! তাদের আকর্ষণে মেতেছে সম্পূর্ণ হাসপাতাল।

সংবাদসংস্থা পিটিআইকে, ২৭ বছর বয়েসি প্রীতি বর্মা জানান, “আমি খুব খুশি ওদের পেয়ে। ওদের নাম রেখেছি করোনা আর কোভিদ। আমাদের মনে হয়েছে, করোনা মহামারী মানুষকে ভয় দিলেও, তা অনেকেই পরিষ্কার পরিচ্ছন্ন, সচেতন হতে শিখিয়েছে, সেকথা মনে রেখেই এই নামের ভাবনা।”

ওই সূত্র মারফত আরও জানা যায়, সন্তান প্রসবের সময় কঠিন পরিস্থিতি সামাল দিতে হয় চিকিৎসকদের। যদিও প্রীতির কথায়, “২৬ মার্চ আমার প্রসব বেদনা ওঠে, আমরা ১০২ এ ফোন করে অ্যাম্বুল্যান্স ডাকি। রাস্তায় অনেকবার পুলিশ গাড়ি আটকে দিতে থাকে। কিন্তু আমাকে দেখে ওরা ছেড়ে দেন। তারপর সিজার হবে বলেও একটা সময় ঠিক হয়, অবশেষে ২৭ তারিখ ভোররাতে দুই সন্তানের জন্ম হয়।” (পিটিআই)

এদিকে ওই হাসপাতালের তরফেও, মা ও যমজ সন্তানের সুস্থতার কথায় জানানো হয়েছে।

০৪.০৪.২০২০

Symbolic Pictures (including Cover) from Tweeter

www.khoborwalatv.com

Edited by Ramen Das

The Hindu