বৈঠকে তিনি অধরা! কিন্তু ভারতের প্রস্তাবে সাড়া দিয়ে ৩ মিলিয়ন ডলার অর্থ সাহায্য পাকিস্তানের।

তিনি অধরা! ভারতের মুখোমুখি হতে তাঁকে খুব একটা দেখা যায়নি সম্প্রতি! এমনই শোনা যায় আন্তর্জাতিক মহলে। অনেকেই বলেন, ভারত তাঁর দেশের কথা, তাঁর নাম বললেও তিনি বর্তমানে আড়ালেই। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে সাম্প্রতিককালে এমনই জল্পনা তুঙ্গে ওঠে। সেই সবকিছু সত্যি করেই, ১৫ মার্চ সার্ক ভূক্ত দেশের ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকেও তাঁকে দেখা যায় না। সব দেশের রাষ্ট্রপ্রধানরা উপস্থিত থাকলেও, তিনিই ব্যতিক্রম। সেখানে অযাচিতভাবে জম্মু ও কাশ্মীরের প্রসঙ্গ তোলেন জাফর মির্জা।

এই বৈঠকেই একটি প্রসঙ্গ তোলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর উদ্যোগে আয়োজিত এই বৈঠকেই তিনি জানান, করোনা ভাইরাসের মোকাবিলা এবং এই দেশগুলোর অর্থনীতিকে সচল রাখার জন্য সার্কভূক্ত সব দেশের বিশেষ তহবিলে সাহায্য করা জরুরি। তৎক্ষণাৎ সমর্থন জানায় প্রায় সব দেশ। যদিও, সম্প্রতি একটি ট্রেড কর্তাদের বৈঠকেও হাজির হতে দেখা যায়নি পাকিস্তানের কোনও প্রতিনিধিকে। এবারও তার অন্যথা হলো না। ভারতকে এড়িয়ে যাওয়ার ভূমিকা নিলেন তিনি। কিন্তু এই বিতর্কের মধ্যেই, ইমরানের সরকার সার্ককে সাহায্য করল ৩ মিলিয়ন মার্কিন ডলার। যেখানে ভারতের তরফে ইতিমধ্যেই ১০ মিলিয়ন টাকা দেওয়া হয়েছে। এছাড়া শ্রীলঙ্কা ৫ মিলিয়ন, বাংলাদেশ ১.৫ মিলিয়ন। মালদ্বীপ ২০০০০০ ডলার সহ সার্ক ভূক্ত দেশগুলোর তরফে বিপুলও অর্থ অনুদান হিসেবে দির।

repulic

Edited

lockdown

#Lockdown #SAARC #Modi #Mamata

Symbolic Picture used from Tweeter