ভারত থেকে আমেরিকায় ফিরলেন বহু প্রবাসী আমেরিকাবাসী। বিশেষ বিমানে করে ফেরানো হয় তাদের। এরপরই ট্যুইটে ভারতকে ধন্যবাদ জানান, আমেরিকার ভারতীয় রাষ্ট্রদূত কেন জাস্টার। ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি তিনি ফের তুলে ধরেন ভারত আমেরিকা সম্পর্কের কথাও। এছাড়াও অন্যান্য বেশ কয়েকটি দেশ মিলিয়ে প্রায় ৪০০০ আমেরিকাবাসীকে ১৭টি আন্তর্জাতিক বিমানে করে পাঠানো হয়েছে সে দেশে।
এর আগে আমেরিকাকে হাইড্রোক্সিক্লোরোক্যুইন দিয়ে সাহায্য করেছে ভারত। প্রসঙ্গতঃ সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী আমেরিকায় কমপক্ষে আক্রান্ত ৮লক্ষ ১৪হাজার ৪৯০জন , মৃত্যু হয়েছে ৪৪,৩৪২ জনের, সুস্থ হয়েছেন ৭৪ হাজার ৭৫২ জন। গোটা বিশ্বে আক্রান্ত ২৫ লক্ষ ৩১ হাজার ৮০৪ মৃত্যু ১লক্ষ ৭৪ হাজার ৩৩৬ জন।
Picture Courtesy: Ken Juster (Twitter)