বিরাট যুদ্ধে জয়লাভ ভারতীয় সেনার। খতম, উপত্যকার ত্রাস হিজবুল মুজাহিদিন চিফ কম্যান্ডার রিয়াজ নাইকো।

কদিন আগেই কর্নেল আশুতোষ মিশ্রা সহ ভারতীয় সেনার একাধিক জওয়ান জঙ্গিদের গুলিতে শহীদ হন। অশান্ত হয় উপত্যকা। পাকিস্তান মদত পুষ্ট জঙ্গি কার্যকলাপে এই ঘটনা ঘটে।

ঠিক তার কয়েকদিন পরেই, বিশাল সাফল্য পেল যৌথবাহিনী। জম্মু ও কাশ্মীরের অবন্টিপুরা জেলার বেইঘপরা এলাকায় খতম করা হল, হিজবুল মুজাহিদিন জঙ্গি সংগঠনের প্রধান কমান্ডার রিয়াজ নাইকো। যাঁর মাথার দাম ধার্য করা হয়েছিল ১২ লক্ষ টাকা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালেই জঙ্গি, যৌথ বাহিনী সংঘর্ষ শুরু হয়। কিন্তু সেই সংঘর্ষের পর খতম করা হয়েছে বলে জানা যায়, ওই জঙ্গি নেতা এবং তার ঘনিষ্ট এক জঙ্গিকে। এই নেতা বহু জওয়ান খুন এবং অপহরণের ঘটনায় যুক্ত ছিল বলে জানা যাচ্ছে।

জম্মু ও কাশ্মীর পুলিশের ডিজিপি, শেষ পাল ভেদের করা ট্যুইট।