বিপর্যয় মোকাবিলা আইন অবমাননা করছেন মমতা,তোপ বাবুল সুপ্রিয়-র। লকডাউন নিয়ে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রকের।

দেশে করোনা আক্রান্ত এক ধাক্কায় বেড়ে হয়েছে, ৭,৫২৯ জনে। আর মৃত্যু হয়েছে ২৬৯ জন আক্রান্তের। এমনকি একদিনে রেকর্ড মৃত্যু হয়েছে এদেশে। ৪০ জন প্রাণ হারিয়েছেন। রাজ্যে আক্রান্ত ৯০ এর বেশি। এর মধ্যেই বেড়েছে ‘লকডাউনে’র দিন।

পরিস্থিতি যখন উদ্বেগজনক, ঠিক তখনও এরাজ্যে রাজনৈতিক অবস্থা খুব একটা ‘শান্ত’ জায়গায় নেই এখনও, এমনই বলছেন কেউ কেউ। রাজনৈতিক বাতবিতণ্ডা চলছে প্রতিনিয়ত। কখনও, রাজ্যের বিরুদ্ধে ‘তথ্যগোপন’ করার অভিযোগ তুলে মামলা করছেন সিপিএম নেতা ফুয়াদ হালিম। কখনও, ‘লকডাউন’ মানা হচ্ছে না বলে সরব হচ্ছেন রাজ্যের বিজেপি নেতারা। ঠিক এই পরিস্থিতির মধ্যেই, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে, ‘লক্ ডাউন’ সম্পূর্ণ মানা হচ্ছে না, এই বিষয়ে তথ্য চেয়ে চিঠি পাঠানো হল। প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর ভিডিও কনফারেন্সের আগের দিন অর্থাৎ ১০ এপ্রিল এই চিঠি পাঠানো হয়, রাজ্যের মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজিকে। (চিঠির নম্বর: ১১০৩৪/০১/২০- IS-IV, ১০.০৪.২০২০)

এই চিঠি পাঠানো হয়েছে বলা জানা গিয়েছে।

এই চিঠিতে মূলত বলা হয়েছে, রাজ্যের বিভিন্ন জায়গায় লক্ ডাউনের শর্ত মানা হচ্ছে না। বিভিন্ন জায়গায় যেমন, বিভিন্ন এলাকায় মাছ, শাক সবজি, মাংসের দোকানে, বাজারে মানুষের ভিড় হচ্ছে। এছাড়া, কলকাতার মানিকতলা, নারকেলডাঙা, তপসিয়া, মেটিয়াবুরজ, গার্ডেনরিচ এর। এমনকি ওই চিঠিতে বলা হচ্ছে, বিভিন্ন জায়গায় সমাবেশ, বিভিন্ন জায়গায় প্রাতিষ্ঠানিক রেশন না বিলি করে, রাজনৈতিক কর্মীরা বলি করছেন বলেও জানা যাচ্ছে। সামাজিক দূরত্ব মানা হচ্ছে না বলেই বলা হয়েছে চিঠিতে। যদিও, রাজ্যের আইনশৃঙ্খলা রাজ্যের এক্তিয়ারে হলেও, এই চিঠি কেন, তা নিয়ে স্বরাষ্টমন্ত্রকের বক্তব্য, ২০০৫ এর বিপর্যয় মোকাবিলা আইন লঙ্ঘন হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষে এই চিঠি লিখেছেন, ওই মন্ত্রকের ডেপুটি সচিব শ্রীনিভাসু.কে।

এই চিঠির পরেও ফের তোপ দেগেছেন বিরোধীরা। বিশেষত, আজই সরকারের বিরুদ্ধে করোনা-তথ্য, রেশন সম্পর্কিত অভিযোগ নিয়ে রাজ্যপালের দ্বারস্থ হন বিজেপির দিলীপ ঘোষ, রাহুল সিনহারা। এদিকে এই চিঠির তথ্য স্বীকার করে, ট্যুইট করেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। ওই ট্যুইটে তিনি লেখেন, ”এই নিন, অনেকদিন ধরেই প্রশ্ন তুলছিলাম, গতকালও বলেছি ফুল, মিষ্টি ইত্যাদির ওপর থেকে লক ডাউনের নিষেধাজ্ঞা তুলে নিয়ে কি বোঝাতে চাইছেন দিদি? উনি কি বোঝাতে চাইছেন যে ওনার নেতৃত্বে বাংলা করোনা-কে হারিয়ে দিয়েছে? আর ভয়ের কিছু নেই? আসলে বিপর্যয় মোকাবিলা আইনকে অবমাননা করছেন উনি–এটাই সত্যি!”

১১.০৪.২০২০

কলকাতা

Babul Supriyo’s Tweet link?

https://twitter.com/SuPriyoBabul/status/1248921390687727617?s=19