বিদায় সিন্ধিয়া: ১৮ বছর পর কংগ্রেস ত্যাগ, ‘কমল-বিরোধী’ জ্যোতিরাদিত্যের।

ভোপাল: আর জল্পনা নয়, একদা ‘কমল’ বিরোধী তথা বিজেপি বিরোধী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, আরেক ‘কমল’কে, পরোক্ষে দায়ী করেই কংগ্রেস ছাড়লেন। ১৮ বছর পর, ত্যাগ করলেন, কংগ্রেসের প্রাথমিক সদস্যপদও! এবার ফের, এক ‘কমলে’র বিরোধে, আরেক ‘কমলে’র শরণাপন্ন হওয়ার সম্ভাবনা তাঁর। মধ্যপ্রদেশ সরকারের টালমাটাল পরিস্থিতিতে, যাঁর নাম সবার আগে উঠছিল, সেই জনপ্রিয় নেতাই সম্পর্ক ত্যাগ করলেন কংগ্রেসের সঙ্গেই। চিঠি পাঠালেন কংগ্রেস সভাপতি সনিয়া গান্ধীর কাছে। একপ্রকার দায়ী করলেন তাঁর প্রাক্তন দলের নেতা তথা মধ্যপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী কমলনাথ’কে। অভিযোগ করলেন, মানুষকে দেওয়া কথা রাখতে

এই দলে থেকে সমস্যা হচ্ছে তাঁর।

ছবি: জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার পাঠানো পদত্যাগপত্র।

গতকালের তারিখে (০৯.০৩.২০২০) লেখা পত্রের ছবি আজ তিনি ট্যুইট করেন। লেখেন ১৮ বছরের কংগ্রেসসঙ্গ ত্যাগের কথা। বলেন, আমার শুভাকাঙ্খীরা চান, আমার নতুন শুরু হোক। কংগ্রেসে থেকে, গত এক বছর ধরে তিনি যে, ঠিক করে কাজ করতে পারছেন না, সেটাও জানান। এদিকে, ক’দিন আগে থেকেই, ওই রাজ্যের কংগ্রেস সরকার বেজায় চাপে। ২০ জন বিধায়ক প্রায় বেপাত্তা! দাবি,তাঁদের রাখা হয়েছে বেঙ্গালুরুতে। পদত্যাগ করেছেন মন্ত্রীরাও। পরোক্ষে হলেও, কমলনাথ গোষ্ঠীর দ্বারা, সবকিছুর জন্য দায়ী করা হয় সিন্ধিয়াকেই।

ফাইল চিত্র

এবার তিনিই ছাড়লেন দল। মধ্যপ্রদেশের যুব কংগ্রেসে অত্যন্ত গ্রহণযোগ্য এই নেতার দল ছাড়াতে, স্বাভাবিভাবেই বিপাকে রাজ্য তথা কেন্দ্রের কংগ্রেস নেতৃত্ব। এদিকে, জোর জল্পনার মধ্যেই মঙ্গলবার সন্ধ্যায় পাকাপাকি বিজেপিতে যোগ দিচ্ছেন তিনি। বাবার জন্মদিনে তাঁর এই সিদ্ধান্তে খুশি তাঁর বিজেপি নেত্রী দুই পিসি।

১০.০৩.২০২০

PC: Tweeter

98 views