রমা বসাক,কলকাতাঃ
দিল্লিতে বামেরা ভোট পায়নি ঠিকই, কিন্তু দিল্লির ভোটে বিজেপির হারে উদযাপনের জন্য পশ্চিমবঙ্গ বিধানসভায় লাড্ডু বিতরণ করল বামেরা। শুধুমাত্র বিধানসভাতেই নয়, বেশকিছু জেলাতেও এই সেলিব্রেশন চলল। কয়েকজন বিধায়ক সাংবাদিকদের ডেকে তাদেরও লাড্ডু খাওয়ান।
দিল্লির ভোটে তৃণমূল কোনো প্রার্থী না দিলেও,বামদল সিপিএম এবং সিপিআই প্রার্থী দিয়েছিল। কিন্তু গণনার পর তাদের ভোট শতাংশে খুঁজে পাওয়া যায়নি। ফলাফলে দেখা যায় সিপিএম ০.০২ শতাংশ এবং সিপিআই ০.০১ শতাংশ ভোট পেয়েছে। এক বাম বিধায়ক বলেন দেশের জন্য বিজেপি ভয়ঙ্কর।তারা হারলে তো আনন্দ হবেই।মঙ্গলবার ভোটের ফল বেরোনোর পর কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন টুইটারে অরবিন্দ কেজরিওয়ালকে অভিনন্দন জানান। এছাড়াও সর্বভারতীয় সিপিএমের টুইটার হ্যান্ডেল থেকেও দিল্লির মানুষদের অভিনন্দন জানানো হয়। সীতারাম ইয়েচুরি, প্রকাশ কারাটরা ভোট না পেলেও তারা বিজেপির হারে খুশি। এদিকে বামেদের লাড্ডু বিতরণ করা দেখে বিজেপির এক নেতা মন্তব্য করেন,আসলে বারবার ভোটে হেরে ওদের মাথার ঠিক নেই। তাই অকারণে লাড্ডু খাচ্ছে। মঙ্গলবারে বিজেপীর এই হারে খুশি দিল্লীর পাশাপাশি বাংলাও।শুধুমাত্র রাজনৈতিক মহলে এই খুশি সীমিত নেই,এই খুশি সাধারণ মানুষও ভাগ করে নিয়েছেন,তারই ঝলক সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে।
47 views